আজকে বিটকয়েন মার্কেট দেখে যে কি ভালো লাগছে কিভাবে বুঝাই আপনাদের। ১১১.৮কে প্রাইস বর্তমান অল টাইম হাই। আমার ধারণা বিটকয়েনের প্রাইস সামনে আরো বাড়বে। কিন্তু আমার মতো অনেকেই হয়তো অল্টকয়েন সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিটকয়েনে প্রফিটে থাকলেও অল্টকয়েনে এখনো হিউজ পরিমান লসে আছি, আশা করি এই ঠেলায় অন্তত বেশিরভাগ অল্ট কয়েন গুলো রিকভার করতে পারবে।
বিটকয়েন এবং অল্টকয়েন নিয়ে আপনার মতামত এবং প্রেডিকশন কি? আমি কিছু বিটকয়েন সেল করেছিলাম, সেটার জন্য এখন আফসোস হচ্ছে। বিটকয়েন সেল না করে হোল্ড করে রাখলে ভালো হতো মনে হচ্ছে। কিন্তু এই হোল্ডিং এর প্যাড়ায় পরে অল্টকয়েন দিয়ে কিছু পরিমান লসে আছি। যেটা রিকভারের আশায় বার বার মার্কেট চেক করি।
সব কথার শেষ কথা হলো, মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য আপনারা কি কেউ দোয়া করেন না নাকি? এই অবস্থা হচ্ছে কেনো?