আমি নিজেও বর্তমানে দ্বিধা দ্বন্দে ভুগতেসি যে এখনই সেল দিয়ে দিবো নাকি ১২০কে যাওয়া পর্যন্ত হোল্ডিং করব । আর আফসোস আমারও রয়েছে আমি প্রায় আমার ১০ সপ্তাহের সিগনেচার ক্যাম্পেইন এর পেমেন্ট ৭৪কে তে যাওয়ার পূর্বে হোল্ডিং করে রেখেছিলাম যেখানে আমার 97 কে টাচ করলে সেল দিলে গড়ে কোন লস হতো না। সেইখানে আমি 95কে তে সেই 10 সপ্তাহের সিগনেচার পেমেন্ট পাওয়া বিটকয়েন সেল করে দিয়েছি, আর কারণও ফোন কিনা কিন্তু ফানি বিষয় হচ্ছে এখনো আমি ফোন কিনিনি।
আর আজকে বিটকয়েন কে ১১১কে দেখে দুঃখে কান্না আসতেছে।
যাই হোক তবে একটা ইনার স্যাটিসফেকশন কাজ করতেছে কারণ আমার সাথে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর থেকে শুরু করে GOT ভাই এদের সাথে অনেকটা যুক্তির আরগুমেন্ট হয়েছিল যে বিটকয়েন এর মার্কেট bear-season এর দিকে যাবে কিন্তু সেখানে বিটকয়েন আবার ১০৯কে এর উপরে এসে পড়েছে।
আমি আশা করতেছি ১২০কে এর আশেপাশের নতুন অলটাইম হাই প্রাইস সেট করে আবার বেয়ার মার্কেট এর দিকে অগ্রসর হবে।
ভাই এইসব বলে কোনো লাভ নাই। আফসোস করলেও বা কি না করলেও বা কি যা যাবার তা অলরেডি চলে গেছে। এই দেখেন আমার সেল হিস্টোরি! যতবারই ভাবছি হোল্ড করে রাখবো ততবারই কোনো না কোনো প্রয়োজন ইমারজেন্সিতে সেল করতে হইছে! সেল না দিলে কমে, আর যেই সেল দিবো সেই আবার পাম্প করবে, এটাই সায়েন্স। আপনি ১০ সপ্তাহের কথা বল্লেন আর আমি eXch থেকে যা পাইছিলাম তার পুরোটা পিসিতে লাগাইছি। তখন হয়তো সেল না করলে আজ একটা GPU লাগাইতে পারতাম। যাই হোক পেরা নাই, "যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে।"।

সবশেষে সবাইকে বিটকয়েন পিৎজা দিবস এর শুভেচ্ছা, আশাকরি সবাই একা একা পিজ্জা খাবেন না চাইলে আমাকে কিছু বিটিসি দিতে পারেন পিজ্জা কিনে খাওয়ার জন্য।
খাবা? চিজি ব্লাস্ট!

একাউন্টে ডলার পাঠাও তয়, ফুডপান্ডা মেরে দিতেছি!
