আর আজকে বিটকয়েন কে ১১১কে দেখে দুঃখে কান্না আসতেছে।
যাই হোক তবে একটা ইনার স্যাটিসফেকশন কাজ করতেছে কারণ আমার সাথে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর থেকে শুরু করে GOT ভাই এদের সাথে অনেকটা যুক্তির আরগুমেন্ট হয়েছিল যে বিটকয়েন এর মার্কেট bear-season এর দিকে যাবে কিন্তু সেখানে বিটকয়েন আবার ১০৯কে এর উপরে এসে পড়েছে।
আমি আশা করতেছি ১২০কে এর আশেপাশের নতুন অলটাইম হাই প্রাইস সেট করে আবার বেয়ার মার্কেট এর দিকে অগ্রসর হবে।
মার্কেট ওপরে গেলে আফসোস করেন কেনো ভাই? যদিও আমিও সেল করে দিছি, তবুও মার্কেট পজিটিভ দেখলেই আমার ভালো লাগে। অন্তত একটা আশায় থাকি যে আমার অল্টকয়েন গুলো হয়তো রিকভার হবে। সেজন্য মার্কেট এর আপ ট্রেন্ড দেখলেই আমার ভালো লাগে। আপাতত বিটকয়েন মার্কেট ওপরে যাচ্ছে দেখে ভালো লাগছে। আশা করি ১২০ কে রিচ করে ফেলবে এবার। যদি কোনো কারনে ১২০কে রিচ করতে নাও পারে, অন্তত পজিটিভ সাইডওয়েজ মুভ করুক যেনো অল্টকয়েন গুলো গেইন করতে পারে। নেগেটিভ সাইডওয়েজ মুভ করলে সাধারণত অল্টকয়েনে ডাম্প হতে থাকে। আপনি এরগুমেন্টে জিতেছেন সেজন্য অন্তত খুশি থাকেন। তবে আমার কেনো জানি মনে হয় ১২০কে এই সিজনের শেষ পয়েন্ট না। ২০২৫ সাল পুরোটাই বুল রান থাকবে বলে আশা করি।