এখন এই রেপুটেশন পোস্টের কারনে আবার জিনিসটা ব্যাকফায়ার করে কিনা কে জানে। আমি আমার এই ২-৩ বছরের ফোরাম লাইফে টোটাল ২ বার এসব সেলিব্রেট করছি। একছিলো বিটকয়েনের জন্মদিন আর এক ছিলো হোল্ড ডে।
ধরেন ব্যাকফায়ার করবে, করলে কি হারাবো আমরা? আমাদের যা হারানোর, তা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। আমাদের একটা লোকাল বোর্ড এর স্বপ্ন ছিলো, একটা এপ্লিকেশন থ্রেড ছিলো, সেটার খোজ কি কেউ রাখে? আমাদের লোকাল থ্রেড এর বর্তমান যে অবস্থা, তাতে করে আপনার মনে হয় আমরা কখনো লোকাল বোর্ড পাবো? তাইলে আমাদের আর কি হারানোর বাকি আছে বলেন। ব্যাকফায়ার করার কিছুই নাই আসলে।
আমি সাধারণত কাউকে কিছুই বলি না। আমি অনেক বছর ফোরামে ছিলাম না। যখন এসেছি অনেকেই আমাকে অপমান করেছে। কিন্তু কাউকে কিছুই বলি নাই। যারা অপমান করেছে, এখন দেখি তাদের সবারই তলে কাচা। আকাম কুকাম ছাড়া মেরিট পায় না। নিজের যোগ্যতার ব্যাবহার করে না। নিজেরা নিজেরা মেরিট আদান প্রদান করে একাউন্ট গ্রো করছে।