আমি শুনেছি ক্রিপ্টো জগৎকে জানা এবং বোঝার জন্য এই ফোরামটি সবচেয়ে কার্যকর এবং দক্ষ জায়গা। তবে, আমি ক্রিপ্টো এর পাশাপাশি বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অনেক কিছু শিখেছি যা অন্য কোথাও থেকে জানা এত সহজ ছিল না। কিন্তু সত্যি বলতে, শুরু থেকেই আমি একটি বিষয় নিয়ে খুব বিভ্রান্ত ছিলাম, আর তা হলো, সবাই আমাদের বাংলা বোর্ডকে ছোট করে দেখে। তারা আমাদের ছোট করার চেষ্টা করে। আমি বেশ কয়েকবার জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কেন আমাদের এত খারাপভাবে দেখা হয়?কিন্তু, বারবার একই উত্তর পেয়েছি। আমার উত্তর সঠিক কিনা জানি না। কিন্তু আমার মনে হয় ঈর্ষা ও নিজেদের মধ্যে মতবিরোধ এর কারণ হতে পারে? সবাই আমাদের একটি দুর্বল ও অবহেলিত জাতি বলে মনে করে। বার বার আমাদের আবেদনকে তুশ্চ তাসছিলো করে দেখে। এখন আমাদের করণীয় কি ? চুপ করে থেকে যেভাবে চলে এটাই কি একমাত্র সমাধান ? নাকি এর বাহিরেও কিছু করা যায় ?
তবে, আমার মনে হয় আমরা আমাদের অস্তিত্বের জন্য খুব ভালোভাবে লড়াই করতে জানি, তাই না? তাহলে কি আমরা সবাই একসাথে এসে সমাধান খুঁজে বের করতে পারি না?
আমি আপনাদের মধ্যে একজন অনভিজ্ঞ সদস্য। আমার কথায় যদি ভুল হয়, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে সঠিক পথ দেখাবেন ।