আসসালামু ওয়ালাইকুম বাংলাভাষী। আশা করি সবাই ভালো আছেন।
আমরা হয়তো অনেকেই ট্রাস্ট ওয়ালেট ব্যাবহার করি। আমিও একজন ট্রাস্ট ওয়ালেট ব্যাবহারকারী। যদিও আমার ওয়েলেটে মূল্যবান কোনো কয়েন মজুদ নেই। কিন্তু এটি খুবই চিন্তার বিষয় যে আমি আমার একাউন্ট রিকোভারি করার জন্য "বীজ বাক্যঅংশ" হারিয়ে ফেলেছি। আমি এখনো ওয়ালেটের এক্সেস হারাইনি এবং ওয়ালেটে প্রবেশ করতে পারি। কিন্তু যদি কোনদিন আমার ফোন থেকে ওয়ালেট ডিলেট হয়ে যায় এবং ওয়ালেট রিকোভারি করতে হয় তাহলে আমি সমস্যায় পড়বো।
আমার প্রশ্ন হচ্ছে , ওয়ালেট থেকে কি রিকোভারি বাক্যঅংশ আমি পুনরায় বের করতে পারবো ? যদি বের করতে পারি তাহলে সেটি কিভাবে ? নাকি আমার এই ওয়ালেট বাদ দিয়ে পুনরায় আরো একটি ওয়ালেট খুলে সেটির বাক্যঅংশ সংরক্ষণ করা উচিত ? দয়া করে কেউ সাহায্য করবেন।