আমি জানতাম forum.bitcoin.org প্রথমে শিফট হয়, যেই ডোমেইনটা সম্ভবত কোবরা অথবা সিরিয়াস হ্যান্ডেল করতো। তারপর সেটা বর্তমান ডোমেইনে আসছে। আর bitcoin.com যে ডোমেইন, এটা সম্ভবত CSW এর কন্ট্রোলে ছিলো। যেটা ব্যাবহার করে সে পরবর্তী তে বিটকয়েন ক্যাশ সেল করেছিলো। আমি পুরোপুরি শিওর না এই ব্যাপারে। তবে চ্যাট জিপিটিরে কাছে জানতে চাইলে সে বলে
http://bitcoin.sourceforge.net/ ডোমেইন থেকে সরাসরি বর্তমান ডোমেইনে শিফট করছে। যদিও এটা আমার কাছে সঠিক মনে হয়নি। কোবরা আর সিরিয়াস কি এই ফোরামে এখন আর আসে? ওরা কি এখনো বাকি ডোমেইন গুলো কন্ট্রোল করে?