Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 01/06/2025, 15:07:56 UTC
আসেন ভাই আপনার আসেন যাদের মনে অনেক দুঃখ কষ্ট জমা হয়ে আছে তারা গালি দিয়ে নিজের মনটাকে আপাতত হালকা করুন।
মানে বাংলাদেশের খেলা দেখার কথা বলছি। আজকে আমাদের সোনার বাংলার বাঘের বাচ্চাদের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। আজকে বাংলাদেশ আগে ব্যাটিং করছে মানে বোঝা যাচ্ছে পাকিস্তানকে একটা রেকর্ড করা থেকে বঞ্চিত করল। আজকে পাকিস্তান যদি ২০০ রান করতে পারতো তাহলে তারা খুব সম্ভবত ইতিহাস তৈরি করত কিন্তু সেটা আর হলো না।

কথা না বাড়িয়ে চলুন বাংলাদেশের খেলা দেখে আসি। যাহোক এক ওভার শেষ হয়ে গেছে বাংলাদেশের কোন খারাপ খবর আসেনি অর্থাৎ একটা বাঘের বাচ্চা আউট যাইনি। ওয়াও খেলা।