পিসিতে qwerty কিবোর্ডে বাংলা টাইপ করতে পারিনা দেখে এত লেইট রিপ্লাই।
বাংলা তাও আবার এত কষ্ট করে টাইপিং করতে হয়?
পিসিতে থাকলে চাইলে এটা ব্যবহার করতে পারেন আমি রেগুলার ইউজ করি, খুবই দারুণ একটা টুলস।
https://www.speechtexter.com/আর মোবাইলে Gboard সবচাইতে বেস্ট অপশন ভয়েস থেকে টেক্সে কথা রূপান্তরিত করার জন্য তাই এত আবার টাইপিং করতে হইব কেন?
জীবনে ভালো থাকতে চাইলে, সুখে থাকতে চাইলে, আর কারো খেলা দেখা বাদ দেন বা না দেন বাংলাদেশের খেলা দেখা অফ করুন। আমি এই মটো ফলো করি। এজন্য খেলা দেখাই পুরো অফ করে দিসি।

এটা আসলেই সত্য? আমিতো নির্লজ্জের মতন যাই, যদি ম্যাচ না দেখি অন্তত কিছুক্ষণ পরপর স্কোর দেখতে যাই। আজকে তো বাংলাদেশ টিম পুনরায় আবার হার্ট অ্যাটাক করে দিল।
শুরুতে এমন পারফরমেন্স করল যে মনে হয় তারাই জিতে যাবে লাস্টের দিকে গিয়ে পাকিস্তানি বেটারসদের আর সামাল দিতে পারল না ।