মে মাসের একটিভিটি ২০২৫
আবারও নিয়ে আসলাম আরেকটি নতুন মাসের এক্টিভিটি রিপোর্ট, এই মাসের একটিভিটি নিয়ে বেশি কিছু বলার নাই কারণ গত মাসের তুলনায় এক্টিভিটি এর আহামরি চেঞ্জেস আসে নাই , এই মাসে আমি দেখতে পাচ্ছি যে আমাদের পোস্ট একটিভিটি কিছুটা কমলেও মেরিট অ্যাক্টিভিটি কিছুটা বেড়েছে।
এবং সেই সাথে সাথে কোয়ালিটি পোস্ট এর সংখ্যা আগের চাইতে বেশি দেখতে পাচ্ছি আশা করি সামনেও কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আমরা বৃদ্ধি করতে পারব।
নিচে বিস্তারিত ডাটা গুলো চার্টের মাধ্যমে তুলে ধরা হলো।
মে মাসের টোটাল পোস্ট হয়েছে = 184টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 64টি
এপ্রিল মাসের টোটাল পোস্ট হয়েছে = 217টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 57টিপ্রথম দশজন পোস্টদাতা
1. DYING_S0UL [22]
2. Nothingtodo [19]
3. Bd officer [18]
4. Shishir99 [16]
5. Crypto Library [12]
6. HelliumZ [12]
7. LDL [12]
8. Bluedrem [11]
9. Mahiyammahi [11]
10. Hossain Risfa [9]
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ [⬆ ⬇ last postion change indicator]
1. God Of Thunder [569]
2. Little Mouse [524]
3. Crypto Library [5174. Bd officer [413]
5. DYING_S0UL [397]
6. LDL [334]
⬆7. Review Master [323]
⬇8. shasan [244]
9. roksana.hee [200]
10. Shishir99[188]
⬆
11. Bitcoin_people [180]
⬇বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ২০২৪ সাল এর অ্যাক্টিভিটিজানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৫ফেব্রুয়ারি মাসের একটিভিটি ২০২৫মার্চ মাসের একটিভিটি ২০২৫এপ্রিল মাসের একটিভিটি ২০২৫মে মাসের অ্যাক্টিভিটি ২০২৫এনাদের ক্রেডিট না দিলেই নয়Ninjastic.Space ->
TryNinjaMerit Dashboard ->
DdmrDdmr
DT1 LOGS
মে মাসের ডিটি1 মেম্বার হওয়ার জন্য যোগ্য ছিলেন-120 জন 100DT1 | |
এ মাসে নতুন যারা ডিটি1 হয়েছেন | যারা গত মাসে ডিটি1 ছিলেন |
________________________________ | ________________________________ |
1. DaveF 2. DdmrDdmr 3. Kryptowerk 4. SFR10 5. Welsh 6. abhiseshakana 7. albon 8. arulbero 9. babo 10. buckrogers 11. dbshck 12. examplens 13. ibminer 14. joker_josue 15. lovesmayfamilis 16. mendace 17. stompix 18. theymos 19. zazarb
| 1. Agrawas 2. Cyrus 3. El duderino_ 4. Etranger 5. FatFork 6. JeromeTash 7. MinoRaiola 8. Vispilio 9. YOSHIE 10. bitmover 11. crwth 12. efialtis 13. geophphreigh 14. gmaxwell 15. klarki 16. madnessteat 17. notblox1 18. paid2 19. seek3r
|
source