আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাইয়েরা। প্রচুর ব্যাস্ততার কারণে ঠিকমতক ফোন হাতে নেওয়ার সময় পাচ্ছিনা। একটু সময় করে ফোরামে আসলাম একটা প্রয়োজনে। ফোরামে কেউ আছেন যিনি ভিপিএন নিয়ে কাজ করেন? আমার একটা বাংলাদেশে সার্ভারের Openvpn কনফিগ লাগে। দেশের বাহিরে থেকে বিকাশ , নগদ এসব এপস ব্যাবহারের জন্য। কারো কাছে থাকলে প্রাইস সহ আমাকে জানানোর অনুরোধ রইলো।
প্লে স্টোরে তো বাংলাদেশ ভিপিএন নামের কয়েকটা ভিপিএন আছে। সেগুলো চাইলে তো আপনি ব্যবহার করতে পারেন। সেগুলোতে বাংলাদেশের সার্ভার দেয়া থাকে, যদিও সেগুলো টাকা দিয়ে কিনেই ব্যবহার করতে হয়। যদিও পোলাপান এই সর্বরগুলো ব্যবহার করে bdix বাইপাস করার জন্য ব্যবহার করতে।
আর যদি এই ভিপিএন এ ট্রাস্টি ফিল না পান তাহলে পান্ডা ভিপিএন ব্যবহার করতে পারেন সেটি ভালো পরিচিত ভিপিএন সেখানেও বাংলাদেশী সার্ভার আছে তবে পেইড।
চাইলে এই দুইটার মধ্যে একটি ট্রাই করতে পারেন।