আপনি যেহেতু লিটন দাসের কথা তুলেছেন সেহেতু আমি বলব লিটন দাস মূলত ওডিআই স্টাইলের ব্যাটসম্যান। কালকে ১৮ বল ২২ রান সংগ্রহ করেছে কিন্তু জানেন কিনা কালকের পিচ ছিল সম্পূর্ণ ব্যাটিং পিচ। অথচ লিটন দাস ও তাওহীদ হৃদয় যেভাবে ব্যাট করল তাতে মনে হল হ্যাজেল উড, মিশেল স্টার্কের বল খেলছে এবং সম্পূর্ণ বোলিং সহায়ক পিচে ব্যাট করছে। আপনি খেয়াল করবেন লিটন দাস মূলত যে শট গুলো খেলে তার ৯৫% সরাসরি ব্যাটিং বরাবর মারে। এজন্য তার ব্যাট থেকে খুব একটা বেশি রান আসে না। তাকে অবশ্যই গ্যাপ খুজে মারার ট্রেনিং দিতে হবে তা না হলে তাকে টি-টোয়েন্টিতে squad ভুক্ত করে রাখার কোন দরকার আছে বলে মনে করি না।
আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে মন্তব্য করলে তা কখনো শেষ হবে না। শুধু লিটন নয় আরও অনেক ব্যাটসম্যান রয়েছে, যারা টি-২০ ম্যাচে অডিআই স্টাইলে ব্যাটিং করে, আবার অডিআই ম্যাচে টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করে, আবার যদি তাদের কে টেস্ট ম্যাচে সুযোগ দেওয়া হয় তারা দীর্ঘক্ষন ব্যাটিং করতে পারে না, আসলে আপনি এদের কোন ফরম্যাটে ব্যাটিং করাবেন? তারা কোন ফরম্যাটে সফল নয়।
আমার মতে এদের দিনে ধান কাটা দিনমুজুরের কাজ করানো উচিত, অহেতুক তাদের বেতন দিয়ে কোন লাভ নাই, বাংলাদেশের খেলোয়াড়েরা শুধু টাকার জন্য খেলে, তারা ব্যাটিং কেমন করলো বা বোলিং কেমন হলো এটা বিচার করে না৷ বাংলাদেশ বাজে বাজে হেরে যাবে এমন সময় নাজমুল হোসেন শান্ত দাঁত কেলিয়ে হাসাহাসি করে, তাহলে এদের দিয়ে কি আশা করা যায়।
দেখতে দেখতে পবিত্র ঈদুল আযহা এসে গেলো, যাইহোক, আমাদের লোকালের ভাই ব্রাদারের খবর কী? আপনারা কে কে কুরবানী দেওয়ার নিয়ন করেছেন?