Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 03/06/2025, 06:16:57 UTC
আপনি কি কখনো এই সাইট টা ইউজ করেছেন?
বাংলা এবং ইংরেজি রিজিওনাল ভিত্তিক একসেন্ট রয়েছে।
আর তাছাড়া আমার তো এটা  ব্যবহার করতে তেমন সমস্যা হয় না।
ভয়েস টাইপিং এর ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আপনার ডিভাইসের আশেপাশের নয়েজ কম থাকতে হবে যেমন আপনি ফ্যান ছেড়ে রেখেছেন এবং সেই সাথে সাথে  ভয়েজ টেক্সট দিচ্ছেন বা আপনার আশেপাশে কথা হচ্ছে তখন যদি ভয়েস দেন তাহলে সমস্যাটি সব ক্ষেত্রেই হবে।
আর তাছাড়া ডিভাইস গুলোর মাইক্রোফোন যদি ভালো না থাকে সেটাও একটা ফ্যাক্ট, আমি কয়েকটা ডিভাইস ব্যবহার করেছি এবং প্রত্যেকটা ডিভাইসে পারফরম্যান্স একেক রকম ছিল মাইক্রোফোনের উপর বেস করে। মিথ্যা বলবো না এই সাইটটি আমার অনেক সময় বাঁচিয়েছে যেমন আপনার পোস্টের রিপ্লাই দিতে গিয়েও এখন সময় বাচালো।

আমি আসলে এই ওয়েবসাইটাকে কখনো ব্যবহার করি নাই। তবে আপনার সাজেশন অনুযায়ী, এই পোস্টটা টেক্সট টু ভয়েস দিয়ে ট্রাই করতেছি। যদি এটা ঠিকঠাক মত কাজ করে তাইলে এটা ভবিষ্যতে ব্যবহার করব। আমি আমার ল্যাপটপে একদম মুখের কাছে নিয়ে তারপর ভয়েজ দিচ্ছি। এই পর্যন্ত মোটামুটি সঠিকই আসছে, তবে একটু পর পর কিছু কিছু কারেকশন করা লাগতেছে। সত্যি বলতে এখন পর্যন্ত আমি আসলে অনেকটা ইম্প্রেসড। আসলেই তো এটা মোটামুটি ভালই কাজ করে।

নিজে এতদিন ধরে ব্যবহার করতেছেন কিন্তু আমাদের বললেন না এটা কোন কথা হইল? এই ওয়েবসাইটটা বুক মার্ক করে রাখলাম ভবিষ্যতে আরো কাজে লাগবে। আমি সাধারণত ইংলিশ গুলো ভয়েস টু টেক্সট হিসেবে ব্যবহার করি। উইন্ডোজ ১১ এর মধ্যে এরকম একটা অপশন অলরেডি থাকে, আমি আপাতত সেটাই ব্যবহার করতেছি। তবে বাংলার জন্য এটা ভালো একটা টুল।