ভয়েস টাইপিং আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় ভাই, আমি বলি একটা, আর টাইপ হয় আরেকটা। এরকম অনেকবার টাইপ করে দেখেছি। বার বার কারেকশন করা লাগে। যতবার কারেকশন করি, মনে হয় তত সময়ে হাতে টাইপ করলেই পারতাম। হুদাই ভয়েস টাইপিং করতে গিয়ে আরো সময় নষ্ট করে ফেলি। এরকম এক দুইবার হলে সমস্যা হতো না, প্রায় প্রতি লাইনেই দুই একটা ভূল হয়ে যায়। তাই আমি আর ভয়েস টাইপিং ট্রাই করি না।
একচুয়ালি ভাই এই ধরনের সমস্যা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ হয়েও আমরা সঠিকভাবে বাংলা ভাষার বর্ণগুলো সঠিকভাবে বলতে পারিনা। আমরা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা আমাদের মায়ের মুখের ভাষা কিন্তু এই ভাষা আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না যার কারণে প্রোপার উচ্চারণ Gboard শুনতে পারে না সেজন্যই সে যেটা শুনতে পারে সেটার উপর বেস করে আউটপুট দেয়।
আপনি যদি খেয়াল করে দেখেন বাংলা ভাষার বর্ণমালা গুলো কিভাবে উচ্চারণ করতে হয় এগুলো যদি সঠিকভাবে উচ্চারণ করেন তাহলে দেখবেন কোন সমস্যা হচ্ছে না। স্পিকারে কথা বললেও সে সব ধরনের উচ্চারণ সঠিকভাবে লিখে দিচ্ছে। আমাদের মিসটেক হওয়ার কারণগুলো হচ্ছে সঠিকভাবে আমরা বলতে পারি না। আমি এই লেখাটা সম্পূর্ণ ভয়েস ব্যবহার করেই লিখলাম এবং আশা করি এখানে কোন ভুল হচ্ছে না তবে আমার ল্যাপটপে বিজয় বায়ান্ন ব্যবহার করে বাংলা টাইপ করতে অনেক মিসটেক হয়ে যায় এখনো প্রপারলি মিসটেকগুলো কাজে উঠতে পারেনি তবে চেষ্টা করতেছি।
আর টপ ১০ এ যে চলে আসলাম, আমাকে কিছু গিফট করবেন না কেউ? আমি তো এখানে রেগুলার ছিলাম না। তবুও টপ ১০ এ চলে আসছি। কিছু চা নাস্তার ব্যাবস্থা অন্তত করতে পারেন।
হ্যাঁ ভাই আপনি কিছুদিন একটিভ ছিলেন না তারপরে একটিভ হলেন এবং এখন বর্তমান সময়ে লোকালে এবং ফোরামে ভালোই সময় দিচ্ছেন। অবশ্যই আপনার জন্য নাস্তা পানির ব্যবস্থা করা হবে এবং আপনার এই দশ পজিশন ধরে রাখার চেষ্টা করবেন। এগিয়ে যান ভাই পিছন পিছন আমরাও আসতেছি।