আমার মনে হয় না ভাই এখানে শুধু উচ্চারণ এর বিষয় কিছু রয়েছে আমি যে সাইটটা দিয়েছি আপনাকে সেখানে আমি দেখেছি অনেক আঞ্চলিক ভাষাও সঠিক পরিবেশ পেলে সঠিকভাবেই টেক্সট হিসেবে রূপান্তর করে দেয়।
আর তাছাড়া যান্ত্রিক ত্রুটি বলে একটা বিষয়ে আমরা ফিজিক্সে পড়ে এসেছি সেটা কিন্তু একজিস্ট করে। আর তাছাড়া আমাদের আশেপাশের পরিবেশ প্রায় সবসময় এরকম থাকে হয় যানবাহনের হর্ন বাজতেছে অথবা পরিবারের কেউ কথা বলতেছে। তবে যখন শান্ত পরিবেশ থাকে তখন গুগল কিবোর্ড বলেন বা অন্য কোন টুলস বলেন সবকিছুই ভালোভাবেই শুনতে পায়।
সেটাই তো ভাই। তবুও অনেক টুল আছে যেগুলো নয়েস ক্যান্সেলেশন সাপোর্ট করে। মানে তাদের ওয়েবসাইট নয়েজ গুলো আমলে নেয় না। তবে সব চাইতে বেশি সমস্যা করে সম্ভবত আশে পাশের সাউন্ড গুলো। যদিও আমি তেমন একটা নয়েজ এ থাকি না। সম্ভবত ফ্যানের সাউন্ড এ সমস্যা করতে পারে। আর আমি ফোরামে পোষ্ট করার সময় সাধারণত একা থাকি। আশে পাশে কেউ কোনো কথা বলার প্রশ্নই আশে না।
বলেন কি ভাই আপনি তো তাইলে প্রো লেভেলে আছেন বিজয় ৫২ অনেকবার ট্রাই করতে গিয়েছি পারিনাই এর জন্য অভ্রতে চালাই গিয়েছি এবং পরবর্তীতে গেমিং কিবোর্ড কেনার কারণে বাংলা অক্ষর না থাকায় শেখাও হয়নি।
যারা ২০১৫ এর আগে বা সেই সময়ে কোনো প্রাইভেট জব বা সরকারি জব করেছেন, আমার ধারণা তারা সবাই বিজয় ৫২ তে মোটামোটি এক্সপার্ট। আমি কোনোদিন মূখস্থ টাইপিং শিখিনাই। অফিসের কাজের জন্য বসে আস্তে আস্তে টাইপ করতে করতে হয়ে গেছে। আমি মোটামোটি বিজয় ৫২ আর অভ্র দুইটাই ব্যাবহার করেছি এবং দুইটাই আমার কাছে ভালো লাগে।