Post
Topic
Board Other languages/locations
P2P কতটা নিরাপদ?
by
Royal Cap
on 20/06/2025, 18:35:03 UTC
আমার মাথায় কয়েক দিন ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে. সেটি হলো বাইনান্স এর পিটুপি কতটা নিরাপদ। কারণ বাইনান্স টিটুপি এর মাধ্যমে লেনদেনের কারণে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ দিচ্ছে । কয়েকদিন আগে ইউটিউব একটি ভিডিও দেখার সময় এই জিনিসটা আমি জানতে পারি। একদল স্ক্যামাররা মানুষের কোন চুরি করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট  গুলোর এক্সেস নিয়ে নেয় এবং সেই ব্যাংকের টাকা গুলো  বাইনান্স এর p2p এর মাধ্যমে সেল করে। এখন যার  ব্যাংক একাউন্ট হ্যাক হয়েছে সে যদি পুলিশকে কমপ্লেইন করে তাহলে পুলিশ তার ট্রানজেকশন স্টেটমেন্ট চেক করে এবং যার যার ব্যাংক অ্যাকাউন্টে সেই হ্যাক হওয়া একাউন্ট থেকে টাকা গিয়েছে এই অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করে দেয়। এমনকি এর কারণে মামলা পর্যন্ত হতে পারে যদি সেটা বড় অ্যামাউন্টের হয়।

কয়েকদিন আগে দেখলাম আমাদের ফোরামের বড় ভাইয়েরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে আলোচনা করেছিল।

তাহলে আমরা কিভাবে সেলফি ডলার কেনাবেচা করতে পারি, আরেকটি প্রশ্ন হল যদি আমরা টাকাগুলো বিকাশ একাউন্টে নেই তাহলে এখানে রিস্ক আছে?