Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 21/06/2025, 08:11:08 UTC
⭐ Merited by Shishir99 (1)
এইসবের জন্য আমার সময়ের অভাব নাই। আমি এইসব নিয়ে এইখানে আলোচনা করতে পছন্দ করি কিন্তু খুব বেশি মানুষ এইসব নিয়ে আগ্রহী না। কেউ আগ্রহী থাকা মানে আলোচনা করা এবং আলোচনা করা মানে নতুন কিছু শিখা।

সেক্ষেত্রে ভাই, আমার একটা প্রশ্ন ছিল! একসাথে একাধিক এড্রেসে কীভাবে বিটকয়েন পাঠানো যায়? একটু স্পেসিফিকভাবে বললে, আপনি কীভাবে আপনার ক্যাম্পেইনের পার্টিসিপেন্টদের এক ট্রানজ্যাকশনে পেমেন্ট করেন? যদি সম্ভব হয়, প্র্যাকটিক্যালি ছবি/স্ক্রিনশট দিয়ে দেখালে ভালো হতো, তাহলে ইজিলি পুরো বিষয়টা বুঝতাম। সময় থাকলে যদি একটু দেখায় দিতেন।

আরেকটা প্রশ্ন, যখন অনেকগুলো ইনপুট থাকবে, তখন ফি কীভাবে নির্ধারণ করবো? একটা সিঙ্গেল এড্রেসে ট্রানজ্যাকশনে সাধারণত কত ফি লাগে, সেটা আমরা সবাই মোটামুটি বুঝতে পারি। মেমপুল ঘাটলেই ভালো আইডিয়া পাওয়া যায়। কিন্তু মাল্টিপল ইনপুট থাকলে ফি কেমন হবে বা কীভাবে ক্যালকুলেট করবো, এটা বুঝতে পারছি না।

পার্সোনালি আমি কখনো এমন পরিস্থিতিতে পড়িনি যেখানে একসাথে একাধিক এড্রেসে বিটিসি পাঠাতে হয়েছে। তাই এই বিষয়ে আমার তেমন আইডিয়া নেই।