ইশশশ, আত্মার মধ্যে চিনচিন করে উঠল ভাই @God Of Thunder আপনার এই পোস্টটা পড়ে। ভুলে গিয়েছিলাম প্রায় কিন্তু আপনি আবার মনে করে দিলেন। আমি অনেকগুলো স্ক্যাম প্রজেক্টে বিনিয়োগ করেছিলাম কিন্তু কোন প্রোজেক্ট থেকে এক কানা কড়িও পাইনি ভাই। 0Dog এই কুত্তা আমারে প্রায় নিঃস্ব করে দিয়ে গেছে। আমারে শুধু নয়, বলতে গেলে এই ফোরামের একজন স্বনামধন্য ম্যানেজার @Hhampuz এই প্রোজেক্টে বিনিয়োগ করে মূলা পর্যন্ত পেয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো এই গুরুত্বপূর্ণ ব্যক্তি এই প্রজেক্টে বিনিয়োগ করেছে সেহেতু হয়তো ভালো হয়ে যাবে। তাদের দেখাদেখি আমি ১৪০০+ ডলার পরিমাণ বিনিয়োগ করে ফেলি কিন্তু এমন একটি এক্সচেঞ্জের লিস্ট করেছে যা প্রিসেল প্রাইসের ১০০০ ভাগের একভাগ দাম নিয়ে আসেনি। সারা জীবন বলেছে বাইনান্সে লিস্ট করবে এবং বাইনান্সের কথা শুনে মাঝেমধ্যে নির্জনে গিয়ে যে কয় ডলার বিনিয়োগ করেছিলাম এবং যে কয়টি টোকেন ক্রয় করেছিলাম তা মাঝে মধ্যে কল্পনায় গুণ দিয়ে ইলন মাক্স পর্যন্ত হয়ে গিয়েছিলাম। এখন আর কোন বিনিয়োগ করি না বরং যা পাই সাথে সাথে টোকা মেরে টাকায় রূপান্তরিত করে ফেলি এবং বউ পোলাপান নিয়ে দু মুঠো ডাল ভাতে জীবন পার করার সংগ্রামে ব্যস্ত আছি। আমাকে মাঝেমধ্যে ২-৪ জন টেলিগ্রামে নক মারে ভাই এই প্রজেক্ট অনেক ভালো এবং বিনিয়োগ করলে আপনি ১০০ এক্স প্রফিট পাবেন। শুধু চেয়ে থেকে কোন রিপ্লে না দিয়েই বসে থাকি আর মনে মনে ভাবি একশ গুণ প্রফিট পেয়েছি রে ভাই সেটা সামনে দিয়ে না পিছন দিয়ে।
ওরে বাপরে বাপ ১৪০০+ ডলার বিনিয়োগ করে ফেলছিলেন। Odog এটাই আমিও বিনিয়োগ করতে চাইছিলাম পরবর্তী সময়ে আমি বিনিয়োগ করি নাই। আশেপাশের যেসব বন্ধু-বান্ধব বিনিয়োগ করেছিল তাদের পাশে বসে যখন তাদের হিসাব শুনতাম তখন শুধু আফসোস করতাম। আমি কেন বিনিয়োগ করলাম না এগুলো ভাবছি কিন্তু পরবর্তী সময় দেখলাম তাদের দাবি নিয়োগ ছিল সব নিয়ে চলে গেছে। এইরকম একটা ভালো প্রজেক্ট কি রকম ভাবে গ্রাহকদের ডস দিয়ে চলে যাবে ভাবতেই অবাক লাগে। যখন বাইনান্সে না এসে অন্য এক্সচেঞ্জারে গেলো তখন মাথা আকাশ ভেঙে পড়ল। হায়রে হায় কিভাবে মানুষের এত এত ডলার হাতিয়ে নিয়ে চলে গেল তারা।
বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধান ভাই এইরকম উত্তেজিত হয়ে আর বিনিয়োগ কইরেন না। আর কি বা করব ভাই বলেন যেগুলো দেখে অনেক ভাল প্রজেক্ট হবে রোডম্যাপ ভালো তাদের অগ্রগতির দ্বারাও ভালো তারা চাইলেই ভালো কিছু করতে পারবে কিন্তু হঠাৎ করেই তারা এমন কাজ করে বসে যেটা ভাবনা চিন্তার বাহিরে। এর জন্য যত ভালই প্রজেক্ট আসুক না কেন বিনিয়োগ করতে আমার খুবই ভয় লাগে।