ইশশশ, আত্মার মধ্যে চিনচিন করে উঠল ভাই @God Of Thunder আপনার এই পোস্টটা পড়ে। ভুলে গিয়েছিলাম প্রায় কিন্তু আপনি আবার মনে করে দিলেন। আমি অনেকগুলো স্ক্যাম প্রজেক্টে বিনিয়োগ করেছিলাম কিন্তু কোন প্রোজেক্ট থেকে এক কানা কড়িও পাইনি ভাই। 0Dog এই কুত্তা আমারে প্রায় নিঃস্ব করে দিয়ে গেছে। আমারে শুধু নয়, বলতে গেলে এই ফোরামের একজন স্বনামধন্য ম্যানেজার @Hhampuz এই প্রোজেক্টে বিনিয়োগ করে মূলা পর্যন্ত পেয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো এই গুরুত্বপূর্ণ ব্যক্তি এই প্রজেক্টে বিনিয়োগ করেছে সেহেতু হয়তো ভালো হয়ে যাবে। তাদের দেখাদেখি আমি ১৪০০+ ডলার পরিমাণ বিনিয়োগ করে ফেলি কিন্তু এমন একটি এক্সচেঞ্জের লিস্ট করেছে যা প্রিসেল প্রাইসের ১০০০ ভাগের একভাগ দাম নিয়ে আসেনি। সারা জীবন বলেছে বাইনান্সে লিস্ট করবে এবং বাইনান্সের কথা শুনে মাঝেমধ্যে নির্জনে গিয়ে যে কয় ডলার বিনিয়োগ করেছিলাম এবং যে কয়টি টোকেন ক্রয় করেছিলাম তা মাঝে মধ্যে কল্পনায় গুণ দিয়ে ইলন মাক্স পর্যন্ত হয়ে গিয়েছিলাম। এখন আর কোন বিনিয়োগ করি না বরং যা পাই সাথে সাথে টোকা মেরে টাকায় রূপান্তরিত করে ফেলি এবং বউ পোলাপান নিয়ে দু মুঠো ডাল ভাতে জীবন পার করার সংগ্রামে ব্যস্ত আছি। আমাকে মাঝেমধ্যে ২-৪ জন টেলিগ্রামে নক মারে ভাই এই প্রজেক্ট অনেক ভালো এবং বিনিয়োগ করলে আপনি ১০০ এক্স প্রফিট পাবেন। শুধু চেয়ে থেকে কোন রিপ্লে না দিয়েই বসে থাকি আর মনে মনে ভাবি একশ গুণ প্রফিট পেয়েছি রে ভাই সেটা সামনে দিয়ে না পিছন দিয়ে।

আপনার ডলার গুলির আত্মার মাগফিরাত কামনা করছি।
আর সেইসাথে আরো পরামর্শ দিতে চাই যে আমি আপনি বা আপনারা মূলত যেসব ইনভেস্টমেন্ট বা trade করি এগুলো অনেকটা জুয়ার কাতারে পড়ে যায় কারণ আমরা জানি না তেমন কোন টেকনিক্যাল এনালাইসিস তার আগেই করে ফেলি ইনভেস্টমেন্ট শুধুমাত্র অন্য কেউ ইনভেসমেন্ট করতেছে এটা দেখে বা আশেপাশের কেউ বলতেছে এটা ভালো হবে তাই দেখে।
DOGS এ আমি ৫ ধাপে বিনিয়োগ করেছিলাম ১০০ ডলার বর্তমানে তা ২১ ডলার সামথিং রয়েছে।
আমি আসলে এর আগেও বলেছি এখনও বলি পারলে লং টাইম এর জন্য বিটকয়েনে holding করেন যেমনটা আমরা আমাদের টাকা ফিক্স ডিপোজিট রাখি ব্যাংকে চার-পাঁচ বছরের জন্য, দেখবেন টাকা দ্বিগুনের বেশি হয়ে আসছে।
আমাদেরকে অবশ্যই ভুলে গেলে চলবে না দুনিয়াতে জুয়া খেলা ছাড়া আর কোন সহজ রাস্তা নাই যেখানে আপনাকে খুব সহজে মিলিয়নার করে দেবে। আর জুয়া খেলা তো জানেনই কেমন।
সো রিয়েলিস্টিক চিন্তা করতে হবে, তারপরেও যদি টোকেন বা মিম কয়েন গুলোতে ইনভেস্ট করতে ইচ্ছা করে তাহলে খুবই ছোট ফান্ড ইনভেস্টমেন্ট করুন।