Post
Topic
Board Other languages/locations
Re: $100M+ OTC Ponzi Scam। সবাই এগুলো থেকে সাবধান।
by
God Of Thunder
on 25/06/2025, 06:07:05 UTC
ইশশশ, আত্মার মধ্যে চিনচিন করে উঠল ভাই @God Of Thunder আপনার এই পোস্টটা পড়ে। ভুলে গিয়েছিলাম প্রায় কিন্তু আপনি আবার মনে করে দিলেন। আমি অনেকগুলো স্ক্যাম  প্রজেক্টে বিনিয়োগ করেছিলাম কিন্তু কোন প্রোজেক্ট থেকে এক কানা কড়িও পাইনি ভাই। 0Dog এই কুত্তা আমারে প্রায় নিঃস্ব করে দিয়ে গেছে। আমারে শুধু নয়, বলতে গেলে এই ফোরামের একজন স্বনামধন্য ম্যানেজার hampuz এই প্রোজেক্টে বিনিয়োগ করে মূলা পর্যন্ত পেয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো এই গুরুত্বপূর্ণ ব্যক্তি এই প্রজেক্টে বিনিয়োগ করেছে সেহেতু হয়তো ভালো হয়ে যাবে। তাদের দেখাদেখি আমি ১৪০০+ ডলার পরিমাণ বিনিয়োগ করে ফেলি কিন্তু এমন একটি এক্সচেঞ্জের লিস্ট করেছে যা প্রিসেল প্রাইসের ১০০০ ভাগের একভাগ দাম নিয়ে আসেনি। সারা জীবন বলেছে বাইনান্সে লিস্ট করবে এবং বাইনান্সের কথা শুনে মাঝেমধ্যে নির্জনে গিয়ে যে কয় ডলার বিনিয়োগ করেছিলাম এবং যে কয়টি টোকেন ক্রয় করেছিলাম তা মাঝে মধ্যে কল্পনায় গুণ দিয়ে ইলন মাক্স পর্যন্ত হয়ে গিয়েছিলাম। এখন আর কোন বিনিয়োগ করি না বরং যা পাই সাথে সাথে টোকা মেরে টাকায় রূপান্তরিত করে ফেলি এবং বউ পোলাপান নিয়ে দু মুঠো ডাল ভাতে জীবন পার করার সংগ্রামে ব্যস্ত আছি। আমাকে মাঝেমধ্যে ২-৪ জন টেলিগ্রামে নক মারে ভাই এই প্রজেক্ট অনেক ভালো এবং বিনিয়োগ করলে আপনি ১০০ এক্স প্রফিট পাবেন। শুধু চেয়ে থেকে কোন রিপ্লে না দিয়েই বসে থাকি আর মনে মনে ভাবি একশ গুণ প্রফিট পেয়েছি রে ভাই সেটা সামনে দিয়ে না পিছন দিয়ে।

এখন বুঝার বিষয় হলো এই ঘটনা থেকে আসলে আপনি কি শিখতে পারছেন। আপনি মোটামোটি কয়েকবার এই ধরনের স্ক্যামের মধ্যে পড়ছেন, এ থেকে যদি আপনি কিছু না শিখেন এবং একই ধরনের প্রজেক্ট এ আবারো ইনভেষ্ট করেন, তাহলে ভাই বলার মতো কিছু নাই। আমি মনে করি বাংলাদেশর বেশিরভাগ মানুষ ইনভেষ্ট করে ধরা খায় অন্যের প্ররোচনায় বা সাজেশনে। যদিও আমি আসলে তেমন বড় আকারে ইনভেষ্ট করে ধরা খাইনি। কিন্তু ধরা খেয়েছি।

ইউটিউবার, বন্ধু বান্ধবের সাজেশনে অনেকেই টুকিটাকি ইনভেষ্ট করে ধরা খেয়েছে। আমিও তাদের মধ্যে একজন। কিন্তু আমি একই ভুল বার বার করছি না। যেসব প্রজেক্টগুলো বড় এক্সচেন্জ এ লিষ্টিং হবে বলে প্রিসেল করছে, এরা আসলে কখনোই বড় এক্সচেন্জ এ লিষ্টিং হয় না। লিষ্টিং হলেও এমন প্রাইসে হয়, তাতে ইনভেস্টরদের টাকা কখনোই উঠে আসে না।