বাংলাদেশে গুগল পে সফলভাবে চালু হয়েছে।

দেশের সব কিছুই ডিজিটাল হচ্ছে, তাহলে এখানে কেন বাংলাদেশ পিছিয়ে থাকবে। তাই বাংলাদেশে গুগল পে সেবা চালু হয়েছে কিন্তু গুগলের সাথে মাত্র সিটি ব্যাংক চুক্তি করেছে এছাড়া অন্যান্য ব্যাংকের গ্রাহকরা আপাতত গুগল পে সেবা নিতে পারবেন না।
আপনারা গুগল পে কিভাবে ব্যবহার করবেন? প্রথমে প্লে স্টোর থেকে গুগল ওয়ালেট ইন্সটল করুন পরবর্তীতে আপনার ইমেইল দিয়ে চাইনা করুন অতঃপর সিটি ব্যাংকের কার্ড যদি থাকে তাহলে এড টু কার্ড অপশন এ ক্লিক করে কিছু তথ্য দিয়ে ভেরিফাই করতে হবে। অতঃপর ভেরিফাই হয়ে গেলে আপনারা গুগল পে সেবা নিতে পারবেন।
গুগল পে থেকে কি কি সুবিধা রয়েছে।
* কার্ড ছাড়াই পেমেন্ট করতে পারবেন,
* আন্তর্জাতিক লেনদেনের সুবিধা।
* একসাথে একাধিক কার্ড বহন ছাড়াই সংযোগের সুবিধা নিতে পারবেন।
* আরো নানান সুবিধা রয়েছে।
গুগল পে সুবিধা শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই নিতে পারবে , আই ফোন ইউজারদের জন্য গুগল পে সুবিধা নেওয়া যাবে না। বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে যেমন শুধু একটি ব্যাংক থেকেই ব্যবহার করতে পারবে এছাড়া অন্যান্য ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা নিতে পারবে না। কিন্তু ধারণা করা হচ্ছে আস্তে আস্তে এর সাথে আরও অন্যান্য ব্যাংক যুক্ত হবে।
যারা যারা গুগল পে জন্য আদর আগ্রহী হয়েছিলেন তাদের জন্য সুখবর।
এখানে নিউজে দেখতে পারেন।