Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 27/06/2025, 08:23:31 UTC
ফাইনালি!
Legendary

১০০০ মেরিট তো আমার অনেক আগেই হয়েছিলো। আমি অপেক্ষায় ছিলাম কবে লিজেন্ডারি হওয়ার একটিভিটি পূরণ হবে। আমি ধরে নিয়েছিলাম যে হয়তো ১০০০+ এক্টিভিটি হলে লিজেন্ডারি হতে পারবো। কিন্তু কালকে খেয়াল করলাম আমি লিজেন্ডারি হয়ে গেছি। আমি সাধারণত এসব ব্যাপারে পোষ্ট করতে চাই না। কিন্তু কালকে থেকেই অনেক বেশি খুশি লাগছে।

ট্রান্সলেশনে আমি অনেক বেশি সময় দিয়েছি এবং সেখান থেকে অনেক মেরিট পেয়েছি। লোকাল থ্রেড এ আমি অনেক সময় দিয়েছি। প্রায় প্রতি মাসেই টপ পোস্টার এ ১ নাম্বার থেকেছি লম্বা সময় ধরে। কিন্তু আমাদের লোকাল থ্রেড এর চোখে পড়ার মতো কোনো উন্নতি হচ্ছে না। এখন অন্যান্য কাজে একটু ব্যাস্ত হয়ে আছি। তবে লোকাল থ্রেড এ সব সময় চোখ থাকেই আমার।

ধন্যবাদ যারা অভিনন্দন জানিয়েছেন। আর সবাইকে ধন্যবাদ একটা রেংক আপ কে কেন্দ্র করে পুরো থ্রেড এ বন্যা বসিয়ে দেয়ার ট্রেন্ড ত্যাগ করার জন্য। এসব দেখে দেখে একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম।