[size=14pt
ফাইনালি আবারো একটি ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হলাম[/size]
আলহামদুলিল্লাহ আমার ভাগ্য অনেক ভালো, যদিও আমি বেশি ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করি না, কিন্তু কয়েকদিন পর পর বিজয়ী হয়ে যাই। মনে হয় এখন পর্যন্ত ৪০ টি মতো ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করেছিলাম যার মধ্যে প্রায় ৭-৮ বার বিজয়ী হতে পেরেছি, যারা বলেন ফ্রি র্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হওয়া যায় না, কিন্তু যদি আপনার লাক ভালো থাকে তাহলে অবশ্যই বিজয়ী হতে পারবেন। যদিও এই র্যাফেলের পুরুষ্কার হাতে পাওয়া খুবই কঠিন। কিন্তু পুরষ্কার হাতে পাওয়ার চেয়ে বিজয়ী হওয়া অনেক আনন্দময়, কেননা এখানে আরও ৩০/৩৫ জন অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আমি ভাগ্যবান ছিলাম।
#88 - Bd officer
Thanks

And we have a winner!