Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ গুগল পে সেবা চালু হয়েছে।
by
Z_MBFM
on 30/06/2025, 18:38:20 UTC
NFC টেকনোলজি প্রত্যেকটা ব্যাংকের ফিজিক্যাল কার্ড এর মধ্যে থাকে। আর যদি আপনার মোবাইল ফোনে NFC টেকনোলজি থাকে তাহলে আপনি এটি ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না। Redotpay ব্যবহার করা আমি ছেড়ে দিছি। আপনার কার্ডে যদি ব্যালেন্স না থাকে কিন্তু যদি কোন প্লাটফর্মে অটো সাবস্ক্রাইব অন থাকে এবং সেখান থেকে যদি আপনার কার্ড থেকে টাকা কাটার চেষ্টা করে তাইলে প্রত্যেকটা ফেইল ট্রানজেকশনের জন্য ১ ডলার কাটে। আমার কার্ডের ব্যালেন্স হয়ে আছে এখন -২৬$ আমি যখন অ্যাপস আনইন্সটল করে দিছি তখন ব্যালেন্স ছিল -৭$। আর আমি গত দুইদিন আগে অ্যাপস ডাউনলোড করে আবার লগইন করছিলাম Gemini এর VO3 এর স্টুডেন্ট ফ্রি ট্রায়াল নেয়ার জন্যে। Gimini VO3 ১৫ মাসের জন্য প্রিমিয়াম ফ্রি ট্রায়াল দিতাছে স্টুডেন্টদের জন্য। আমি ভাবছিলাম কার্ডটা এড করে ফ্রি ট্রায়াল নিব তারপরে কাজ শেষ। কিন্তু কার্ড বারবার ডিক্লাইন করে দিতেছে আবার প্রত্যেকটা ফেল ট্রানজেকশনের জন্য -১$ করে বাড়তেছে। এই হচ্ছে এখন Redotpay এর অবস্থা। আমি এটা ব্যবহার করা বাদ দিয়ে দিছি। ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে অ্যান্ড্রোজমেন্ট করে সেটা ব্যবহার করি।
ভালো কথা বলেছেন ভাই না হলে তো আমি জানতামই না যে Redotpay যে এত ক্রিটিক্যাল টার্মস এন্ড কন্ডিশন রয়েছে।  আমি তো ইন্সটল করে ঘাটাঘ্যাট ব্যবহার করা শুরু করে দিয়েছি আপনার কথা থেকে বুঝতে পারলাম যে কখনও সজ্ঞানে হোক অজ্ঞানে হোক Redotpay দিয়ে সাবস্ক্রিপশন কেনার আগে অটো সাবস্ক্রিপশন অপশন অফ করতে হবে। তবে আমার কাছে এটা একটু  এক্সেস লেগেছে যে ফেইল ট্রানজেকশন এর জন্য এক ডলার করে কেটে নেয়। যদিও এটা আমি আপনার  পোস্টের মাধ্যমে জানতে পেরেছি।
আপনি কি সাপোর্টের যোগাযোগ করেছিলেন তারপর কনফার্ম হয়েছেন এই বিষয়টা নাকি কন্ডিশনে দেখেছেন?
আমি সাপোর্টে কথা বলিনাই আর কোথাও লেখাও পড়িনাই। আমার নিজের সাথে এমন হচ্ছে আমি নিজে বাস্তব প্রমাণ। আর শুধু আমার সাথে না আমার পরিচিত যারাই Redotpay ব্যবহার করে সবার সাথেই এরকম হইতেছে। আমি বাস্তবে এইসব ফেস করছি তাই এখানে শেয়ার করছি। এইসব সমস্যার সম্মুখীন হবার পর আর সবার সাথে একই রকম ঘটনা ঘটতে দেখার পর আর সাপোর্টে কথা বলার কি দরকার। আমি এপস আন্সটিল করে দিছি।

Quote
আর ভাই  Gimini VO3 ১৫ মাসের জন্য প্রিমিয়াম ফ্রি ট্রায়াল দিতাছে স্টুডেন্টদের জন্য এটা ভাই কোথায় পাইছেন আমাকে একটু দিবেন একটু ট্রাই দিয়ে দেখতাম পারি কিনা কিনতে.
এটা ভাই বাংলাদেশ এর জন্য এভিলেবল না। USA ও হতে গোনা কিছু দেশের জন্য বর্তমানে ইভেলেবল আছে। তাই আপনি বাংলাদেশ থেকে ব্যবহার করতে চাইলে ভিপিএন ব্যবহার করে একসেস করতে হবে। আর এর আপাকে স্টুডেন্ট প্রমাণ করতে একটা EDU মেইল লাগবে কিন্তু বাংলাদেশ এর কোনো প্রতিষ্ঠানে EDU মেইল কাজ করে না চেক করে দেখছি। আপনি এর জন্য Temp মেইল এ ব্যবহার করতে পারেন EDU এর টেম্প মেইল পাওয়া যায় গুগলে সেগুলো ব্যবহার করতে পারেন কাজ করবে।

আরেকটি বিষয় হচ্ছে আপনার সব ইমেইল এই সার্ভিসের জন্য এলিজিবল নাও হতে পারে। এক্ষেত্রে আপনি নতুন ইমেইল খুলে  চেষ্টা করতে পারেন। যদি আপনার ইমেইল। এলিজিবল না থাকে তাহলে আপনি প্রথম ধাপেই আটকে যাবেন তখন অন্য মেইল দিয়ে ট্রাই করবেন।

Link - https://one.google.com/explore-plan/ai-premium-student

এই লিংকে ডুকলেই বাকি প্রসেস নিজে নিজেই বুঝতে পারবেন একটু ঘাটাঘাটি করলে। আর অবশ্যই VPN এ USA এর কোনো লোকেশন কানেক্ট করে এই লিংকে ডুকবেন।