Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 01/07/2025, 04:56:53 UTC
ফেসবুকে একটি পোস্ট পড়ে একটা বিষয় জীবনে ভুল ধারণা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল এবং এখানে আমি শেয়ার করার চেষ্টা করলাম। কেউ মাইন্ডে নিয়েন না। আমি আগে ভাবতাম দাজ্জাল কোন এক ব্যক্তির নাম যার কপালে এক চোখ থাকবে এবং কপালে ত্রিভুজ আকৃতির কিছু সনাক্তকারি চিহ্ন থাকবে। কিন্তু দাজজাল মুলত কোন একক ব্যক্তি নয় বরং একটা সিস্টেম ব্যবস্থা। ধরেন আমাদের বর্তমানে প্রিয় Bitcoin, Blockchain  অর্থাৎ ডিজিটাল কারেন্সি যা একটি দাজজালিয় সিস্টেম যা আমরা এমনভাবে গ্রহণ করেছি যা এখন ইচ্ছে করলেও জীবন থেকে বাদ দিতে পারবো না।
যেমন ধরুন Artificial intelligence (AI) এখন পৃথিবীর টক অব দ্য ইয়ার। পৃথিবীতে প্রতিযোগিতা হচ্ছে এআই এর জন্য। এআই দিয়ে এমন প্রাণবন্ত ভিডিও, ছবি বানানো হচ্ছে যা দেখে সনাক্ত করা সম্ভব নয় আসল না নকল। এগুলো সবই দাজজালিয় ফিতনা যা আমরা হাসিমুখে সাদরে গ্রহণ করছি।
ডিজিটাল ব্যাংকিং, অনলাইন ক্যাসিনো , যতই বলি না কেন আমি নিজেও এই সিস্টেম থেকে নিজেকে বিরত রাখতে পারবো না। আমরা মনের অজান্তেই দাজজালিয় ফিতনার সাথে জড়িত হয়ে গেছি।

তবে একটা বিষয় হচ্ছে আমরা কেউই দাজজালিয় ফিতনার থেকে মুক্ত থাকতে পারবো না তবে মনে রাখতে হবে আপনি যেন দাজজালিয় ফিতনার মধ্যে থেকে ইমান নষ্ট না করেন। ইসলামের প্রাগৈতিহাসিক যুগে অনেক মুসলিম অমুসলিম বাড়িতে কাজ করতো , চাকরি করতো কিন্তু তারা শত কষ্টের মাঝেও ইমানহারা হননি। তাই আমাদের উচিত এই সকল ফিতনা থেকে নিজেকে সবোর্চ্চ রক্ষা করে চলার । আল্লাহ আমাদের সবাইকে দাজজালিয় ফিতনার কবল থেকে হেফাজত করে ইমান মজবুত রেখে চলার তৌফিক দান করুন। আমীন