Post
Topic
Board Other languages/locations
Merits 6 from 3 users
জুন মাসের একটিভিটি ২০২৫
by
Crypto Library
on 03/07/2025, 10:30:20 UTC
⭐ Merited by Xal0lex (3) ,DdmrDdmr (2) ,Mahiyammahi (1)

িিি


বরাবরের মতন আবারো নতুন আরেকটি মাসের একটিভিটি রিপোর্ট উন্মোচন করার জন্য চলে আসলাম। এ বছরে এপ্রিল মাসে তাদের একটিভিটি এর অবস্থা ভালো ছিল কিন্তু পরবর্তীতে শুধু নিচের দিকে নামতে শুরু করতেছে যদিও এর আগের মাসে একটা ভালো রিপোর্ট পেয়েছিলাম কিন্তু এ মাসে একটিভিটি একদমই কমে গিয়েছে সেই সাথে সাথে মেরিট আর্নিং অনেকাংশই কমে গিয়েছে।  তাছাড়া এই মাস সম্পর্কে আর বিস্তারিত কোন কিছু বলার নাই।

নিচে বিস্তারিত ডাটা গুলো চার্টের মাধ্যমে তুলে ধরা হলো।

জুন  মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 120টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 37টি



মে  মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 184টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 64টি


Time Offset: UTC



প্রথম দশজন পোস্টদাতা
1. Crypto Library [16]
2. Bd officer [14]
3. LDL [14]
4. DYING_S0UL [13]
5. Nothingtodo [10]
6. Shishir99 [9]
7. God Of Thunder [7]
8. Wonder Work [7]
9. Z_MBFM [6]
10. Royal Cap [4]

আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
[ last postion change indicator]
1. God Of Thunder [569]
2. Crypto Library [533]
3. Little Mouse [527]

4. Bd officer [428]
5. DYING_S0UL [408]
6. LDL [348]
7. Review Master [324]
8. shasan [244]
9. roksana.hee [200]
10. Shishir99 [197]


বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ

২০২৪ সাল এর অ্যাক্টিভিটি

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৫
ফেব্রুয়ারি মাসের একটিভিটি ২০২৫
মার্চ মাসের একটিভিটি ২০২৫
এপ্রিল মাসের একটিভিটি ২০২৫
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৫
জুন মাসের একটিভিটি ২০২৫


এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  



DT1 LOGS


জুন মাসের ডিটি1 মেম্বার হওয়ার জন্য যোগ্য ছিলেন-120  জন 100DT1


এ মাসে নতুন যারা ডিটি1 হয়েছেন      
যারা গত মাসে ডিটি1 ছিলেন
________________________________________________________________
1. theymos
2. joker_josue
3. Buchi-88
4. BitcoinGirl.Club
5. ekiller
6. Jet Cash
7. RaltcoinsB
8. shahzadafzal
9. abhiseshakana
10. The Cryptovator
11. mendace
1. Cyrus
2. vizique
3. jeremypwr
4. hybridsole
5. hilariousandco
6. irfan_pak10
7. klarki
8. crwth
9. Vispilio
10. hugeblack
11. El duderino_
12. JeromeTash
13. Maus0728
14. TheBeardedBaby
15. tvplus006
16. bitmover
17. madnessteat
18. notblox1
19. YOSHIE
20. inspace
21. efialtis
22. geophphreigh
23. Etranger
24. paid2

source