Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 04/07/2025, 15:47:25 UTC
⭐ Merited by Nothingtodo (2)
বিশ্বের নামি-দামি কোম্পানিগূলো কে কতটি বিটকয়েনে হোল্ড করেছে তার একটি চার্ট দেখতে পেলাম, আপনার নিচের পিকচারটি ফলো করলে দেখতে পাবেন কোন কোম্পানি কতগুলো বিটকয়েন হোল্ড করেছে।


প্রথমেই যে কোম্পানির কথা আসবে সে কোম্পানির কথা আমরা সবাই জানি। যার বিটকয়েন সম্পর্কে ধারনা রয়েছে তিনিও হয়তো মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানির কথা শুনেছেন। মাইক্রোস্ট্র্যাটেজি এখন পর্যন্ত ৫,৯৭,৩২৫ টি বিটকয়েন হোল্ড করেছেন, ভাবা যায় তারা কি পরিমান অর্থ বিটকয়েনে বিনিয়োগ করেছে। হয়তো মাইক্রোস্ট্র্যাটেজি এই সপ্তাহে তাদের মোট হোল্ডিং ৬০০k(BTC) সম্পুর্ন করবে, ৬০০k সম্পুর্ন করতে মাত্র ২৬৭৫ টি বিটকয়েন প্রয়োজন রয়েছে। 


আজকে টুইটারে একটা নিউজ দেখলাম কোন এক ব্যাক্তি ১৪ বছর পর ১০ হাজার বিটকয়েন এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে স্থানান্তর করেছে। তিনি ২০১১ সালের এপ্রিল মাসের ২ তারিখে বিটকয়েন রিসিভ করেছিলেন, তখন বিটকয়েনের দাম $০.৭৮ সেন্ট করেছিলো, বর্তমানে এক বিটকয়েনের দাম $১০৯ হাজার ডলার। আসলে এরাই হলো প্রকৃত লিজেন্ড, আসলে তারা কি বিটকয়েনের কথা ভুলে গিয়েছিলেন? নাকী তারা বিটকয়নের ভবিষ্যৎ ভালো হবে জেনে শুনেই হোল্ড করে রেখেছিলেন। বর্তমানে তিনি বিলিনিয়ার হয়ে উঠেছে। আমরা জীবনে কি করলাম, কিন্তু একটা বিষয় পরিস্কার ঝুকি না নিলে সফল হওয়া যায় না। অবশ্যই এই ব্যক্তির বা প্রতিষ্ঠানের ঝুকি নেওয়ার সক্ষমতা ছিলো, সাহস, ধৈর্য এবং আত্মবিশ্বাস ছিল