Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 06/07/2025, 14:40:07 UTC
অভিনন্দন Little Mouse আর God Of Thunder কে । আপনারা দুজন এ মাসের DT1 লিস্টেও আছেন। এবং আপনারা ইদানিং সিগনেচার ক্যাম্পেইনও আনতেছেন ভালই।

আপনাদের দুইজনকে বাংলাদেশ বাংলা বোর্ডে মধ্যে সবচেয়ে স্ট্রং ইউজার বিবেচনা করা যায়। এখানে আরও কয়েকজন আছে অনেক ভালো করতেছে তবে এখন পর্যন্ত সাকসেসফুল পারসন আপনারা দুইজন। আপনাদের অভিনন্দন এবং দোআ করি সামনে আরো ভালো করবেন।

ভাই, ডিটি স্ট্যাটাস আর ক্যাম্পেইন ম্যানেজম্যান্ট দিয়ে সম্ভবত স্ট্রং ইউজার যাচাই করা ঠিক হবে না। আমাদের লোকাল থ্রেড এর একজন মেম্বার যিনি এই ফোরামে বেশ কয়েক বছর ধরে ফোরামে একটিভ আছেন এবং তার বিজনেস চাল্লাচ্ছেন, ওনাকে কি আপনারা কম স্ট্রং মনে করেন? ওনার রেপুটেশনের আশে পাশে যাওয়ার আশাও আমি করি না। এছাড়া ফোরামে আরো অনেক বাংলাদেশী আছে, যারা আমাদের লোকাল থ্রেড এ কখনোই পোষ্ট করেন না। কিন্তু আসলে ওনারা বাংলাদেশী।

আমার ধারণা ফোরামে এমন অনেক মেম্বার আছে, কিন্তু ওনারা আজ অব্দি নিজেদের পরিচয় প্রকাশ করেন নাই। স্ট্রং ইউজারের ক্রেডিট আমি নিতে চাই না ভাই। আমরা বাংলাদেশীরা একদম নড়বড়ে। আমি আশা করবো আপনারা কিছু ইন্টারন্যাশনাল মেম্বারদের সাথে পরিচিত হবেন। তাদের সাথে ভালো সম্পর্ক বানাবেন, এবং আস্তে আস্তে রেপুটেশন বিল্ড করবেন। নিজে নিজেই ভাবেন কিভাবে সেটা করা যায়। তাহলেই কেবল আমাদের কমিউনিটি স্ট্রং হবে।