ভাই আমার একটা হেল্প লাগতো! আপনারা কেউ কি ChatGPT Plus প্রিমিয়াম আর Microsoft Office 365 + Copilot Pack included প্রিমিয়াম ইউজ করেন? করলে কিভাবে? আমি যে কিনবো বাট আমার কোনো কার্ড নাই। আর অনলাইন দালাল দিয়েও এসব কিনতে চাইনা, কারন ওরা শেয়ার একাউন্ট, ক্রাক একাউন্ট ধরায় দেয়। সো লিগাল ওয়েটে কার্ড দিয়ে কিভাবে এগুলোর প্রিমিয়াম কিনবো কেউ জানালে সাহায্য করেন। আর ঐ কার্ডের বিষয়টাও!

বন্যা পরিস্থিতি কেমন আপনাদের দিকে? আমাদের দিকে হাটু পর্যন্ত পানি কিছু কিছু এরিয়াতে। মিনি কক্সবাজার টাইপ।