Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 10/07/2025, 14:24:22 UTC
আজকে আবারো মায়ের দোয়া ক্রিকেট টিম শ্রীলঙ্কার সাথে টি-২০ ম্যাচ খেলবে। আপনারা কি গালা***লি করার জন্য প্রস্তুত আছেন? যদি না থাকেন তাহলে এখনই প্রস্তুত হন।
গালিগালাজ দেওয়ার কোন মানে হয় না কারণ যেটা বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে সেটা নিয়ে গালিগালাজ করে দরকার কি। যাহোক পারভেজ ইমন ২২ বলে ৩৮ রানের একটা ইনিংস খেলেছে তা না হলে বাংলাদেশ ৫০ রানের আগে ৪-৫ টা পড়ে যেত। তবে লিটনের আউট যাওয়ার পর খেলা দেখা বন্ধ করে পোস্ট দিতে এলাম। অহেতুক লিটন রিভিউটা নষ্ট করল কেননা বাংলাদেশের জন্য রিভিউ নষ্ট করার কোন প্রয়োজন নেই। ১১ বলে চার রান নিয়ে আউট হয়ে আবার রিভিউ নষ্ট করে পচা মানের একটা খেলোয়াড়। এ খেলোয়ারদের নিয়ে আপনার আর কেউ নিজের ইমেজ নষ্ট করবেন না। বাংলাদেশ কখনো ক্রিকেট থেকে শিখবে না শিক্ষা নিতেও পারবেনা। তাই আপাতত ক্রিকেট খেলা দেখলে নিরপেক্ষভাবে দেখবেন যেমন বাংলাদেশের সাথে শ্রীলংকার খেলা হচ্ছে অর্থাৎ আপনি নিরপেক্ষ থাকেন কোন দল সাপোর্ট করার দরকার নেই।

@Mahiyammahi, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই হয়ে গেছে। মানুষের এখন লেখাপড়ার চেয়ে tiktok আর ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত বেশি। তাছাড়া উচিত সরকার পড়াশোনার যে একটি বেহাল অবস্থা করে গেছে সেই অবস্থা থেকে উত্তোলন করতে আমাদের কিছুটা সময় লাগবে। সেই সময় পর্যন্ত আপাতত এক্সাম গুলো রেজাল্ট আপনি আশানুরূপ পাবেন না। যাহোক এই টিকটকের যুগে আমাদের এই এলাকাতে কয়েকজন ছেলেমেয়েরা পাস করছে আর কি।