আপনারা কি কেউ গ্রামারলি প্রিমিয়াম ব্যাবহার করেন? করে থাকলে সেগুলো কি শেয়ার্ড? নাকি আপনারা সরাসরি গ্রামারলির ওয়েবসাইট থেকে কিনেন? সরাসরি কিনে তো আসলে পোষাবে না। আমি বিভিন্ন ফেইসবুক পেইজ থেকে কিনেছিলাম, সেগুলো শেয়ার্ড। কিছুদিন পর পর তারা পাসওয়ার্ড চেন্জ করে। আর ১ বছরের জন্য নিলে খরচ মাত্র ১ হাজার টাকা। সেই হিসেবে লোকালদের থেকে কিনে ব্যাবহার করাই ভালো। আপনারা কেউ যদি আরো কম দামে দিতে পারেন, তাহলে আমি নিবো। আমি একজনের কাছে থেকে আরো কমে পাচ্ছিলাম, কিন্তু ১ ডিভাইসে কেবল লগিন করা যাবে। কয়েকমাস আগে একজনের থেকে নিয়েছি, যেটা আমি দুই ডিভাইসে লগিন করে ব্যাবহার করেছি, কিন্তু তিনি কিছু বলেন নাই।