Post
Topic
Board Other languages/locations
২০২৫ পিজ্জা প্রতিযোগিতার ফলাফল।
by
Bd officer
on 11/07/2025, 03:18:01 UTC
গতকাল GazetaBitcoin ২০২৫ পিজ্জা কনটেস্টের ফলাফল ঘোষণা করেছেন। এই বছর ৬ জন বিজয়ের মধ্যে, MK-74 মোট ৭৪ টি ভোট পেয়ে ১ম হয়েছেন। Mame89 ৬০ টি ভোট পেয়ে ২য় হয়েছেন। MArsland ৫২ ভোট পেয়ে ৩য় নাম্বার হয়েছেন। যাইহোক, যারা পিজ্জা কনটেস্টে বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাই। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম কিন্তু মাত্র ৪ টা ভোট পেয়েছিলাম, এটা খুবই ভালো লাগছে যে আমিও ৪ টা ভোট পেয়েছিলাম। মেবি আমি এই প্রতিযোগিতায় ৫০-৫৫ নাম্বার অবস্থানে রয়েছি।
"]




MK-74 - Pizza #55 - 74 votes / $1000


Mame89 - Pizza #3 - 60 votes / $500


MArsland - Pizza #18 - 52 votes / $375





Ale88 - Pizza #100 - 52 votes / $375
________________________________________


RopPoroP - Pizza #21 - 47 votes  / $125
_________________________________


Lida93 - Pizza #4 - 47 votes / $125
_________________________________




[/quote]

আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন কে কয়টা ভোট পেয়েছেন?


বিটকয়েনে বিনিয়োগকারীদের জন্য খুশির দিন আসছে, গতকাল আবারো নতুন ATH স্থাপন করেছে। হয়তো শিগ্রই যেকোন মুহূর্তে $120k আপ হয়ে যাবে।