আপনাকে ধন্যবাদ। যদিও আমি অলরেডি ১ বছরের জন্য কিনে ফেলেছি। হয়তো আগামী ১ বছর পর আবার এটা আমার কাজে লাগবে। আপনারা দেখি এসবের ওস্তাদ। আপনারা কে কি কি টুলস ব্যাবহার করেন? আমার তো এক গ্রামারলি ছাড়া কিছুই লাগে না। অনেকেই দেখি আরো কতো কতো সার্ভিস কিনে ব্যাবহার করে। কোনটার কি কাজ সেটাই আমি এখন অব্দি জানি না। নেটফ্লিক্স হচ্ছে বড়লোক মানুষের ব্যাবহারের জিনিস। যাদের ২-৩ টা করে মনিটর আছে। তারা একদিক দিয়ে কাজ করে, অন্য দিকে নানান সিরিজ দেখে।
আর যারা নিয়মিত কম্পিউটারে বিভিন্ন দেশ ভ্রমন করেন, তারা অবশ্য ভিপিএন বাধ্য হয়ে কিনেন। পান্ডা ভিপিএন এর বাংলাদেশ সার্ভার কানেক্ট করে ব্যাবহার করলে দেখলাম স্পিড অনেক বুষ্টআপ হয়। এই গ্রুপে পান্ডা সেল হয় নাকি দেখা লাগবে।
আমি নরম্যালি কিছুই ইউজ করিনা। আগে Quilbot, Grammarly ইউজ করতাম, বাট তারপর যখন ওরা AI ইন্ট্রডিউস করলো ওদের টুলস্ এ সবে থেকে ইউজ করা বাদ দিয়ে দিসি। নিজে লেখা জিনিসেরই গ্যারান্টি নাই, মাঝে মাঝে ফল্স পজেটিভ সো করে (এবিষয়ে আপনি রেপুতে অনেকবার বলছিলেন), আর টুলস্ ব্যবহার করে পারফেকশন আনা তো বিলাসিতা। যদি করাই লাগে তাহলে একেবারে বেসিক টুলস্ ইউজ করি, আদি আমলের সাদা মাটা যেখানে এআই নাই, জাস্ট বানান দেখার জন্য, তাও যদি একেবারে লং পোস্ট হয়। ছোটখাটো পোস্ট এসব ইউজ করার প্রয়োজন মনে করিনা, ২-৪ টা ভুল হবেই, এটাই আমাদের মানুষ করে।
ওস্তাদ বলেতো একসময় ক্রাকিং এর সাথে জড়িত ছিলাম, শতশত একাউন্ট গিভওয়ে করছি পোলাপাইনরে। সেই সুবাদে এসব জাানি। পান্ডাভিপিএন ভাই অন্যসব ভিপিএন দের মতোই, এটা জাস্ট হাইপে চলে, bdix bypass হয়না। আমি দেখছি ইউজ করে। মার্কেটে যত চেনা পরিচিম ভিপিএন আছে (২০-২৫) তার সবকটায় আমার ব্যবহার করা শেষ। বস্তা বস্তা এসব ক্রাক করে রাখছিলাম। এখন আর করিনা, বাদ দিয়ে দিসি।
হ্যাঁ Panda পাবেন, বাট স্পিড বুস্টের গ্যারান্টি নাই। আমার সাজেশন থাকবে আপনি Symlex Vpn ট্রাই করেন। এটা বাংলাদেশী কোম্পানি। আর এটা দিসি Bdix বাইপাস হয়। তবে দাম বেশি।