এখানের কেউ কি এখনো এয়ারড্রপ এর কাজ করেন নাকি?
আমি গত ৩ মাস যাবত এয়ারড্রপ এর কোন কাজ করি নাই, তাই যারা এয়ারড্রপের কাজ করসেন তাদের থেকে জানার ছিলঃ
০১) বিগত এয়ারড্রপের যতগুলো কাজ করেছেন, সেগুলোর মধ্যে কতগুলোতে eligilbe হইছেন?
০২) আগের মত কি ভালো পরিমাণে এয়ারড্রপ পাইছেন কি?
০৩) সব চেয়ে কত পাইছেন ?
বিঃদ্রঃ Kaito এর yapping প্রোগ্রাম থেকে রিওয়ার্ড বাদ দিয়ে বইলেন

আজকে আমাদের বাংলা কমিউনিটির স্বনামধন্য মডারেটরের @Xal0lex সাহেবের ৮ তম Anniversary।
হ্যাপি 8th Anniversary.
ফোরামে যোগদানের বলবো নাকি অন্যকিছু জানি নাহ, কিন্তু ৮তম বার্ষিকী উপলক্ষে Xal0lex কে শুভেচ্ছা জানাই |
আমারও সামনের সালে ৮ বছর হবে, কিন্তু আমি এখনো ফোরামে তেমন ভালো কিছু করতে পারলাম নাহ | দেখি সামনের দিনগুলোতে কি করা যায় |