Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
HelliumZ
on 16/07/2025, 04:32:42 UTC

সুপারম্যান ২০২৫ মুভিটাতে ইসরাইল কর্তৃক গাজাতে জেনোসাইডের বিষয় নিয়ে নির্মিত হয়েছে অথচ এই সুপারম্যান 2025 মুক্তি পাওয়ার পর পুরো ইসরাইল জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। তাদের বিপরীতে মুভিটি নির্মিত হয়েছে জন্য পুরো ইজরাইলবাসী এই মুভিটি বয়কট করেছে। তবে আমাদের উচিত এই মুভিটির মাধ্যমে পুরো ইসরাইল জাতির প্রতি বিদ্বেষী মনোভাব পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। তারা কতটা ভয়ংকর এবং মানবজাতির জন্য হুমকিস্বরূপ সেটা জাতিকে শুনিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে। অ্যান্টি ইজরাইল প্রোপাগান্ডা নিয়ে এই ছবিটি নির্মিত হয়েছে যার কাহিনী জিউসদের খারাপ কর্মকাণ্ড ও জেনোসাইডের চিত্র তুলে ধরা হয়েছে। খুব সম্ভবত ছবিটি মার্কিন প্রেসিডেন্ট দ্বারা বাজেয়াপ্ত হয়ে নিষিদ্ধ হয়ে যেতে পারে।