Post
Topic
Board Other languages/locations
Re: উইন্ডোজ এ লাইটনিং নেটওয়ার্ক এর LND নোড রান কর&#
by
Shishir99
on 18/07/2025, 15:50:57 UTC
⚡ উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য LND নোড চালানোর সহজ গাইড

লোকাল থ্রেডে আসছিলাম অন্য একটা পোষ্ট এর রিপ্লাই করবো বলে। কিন্তু আপনার এই পোষ্ট দেখেই মাথা খারাপ হয়ে গেলো। মানে আমি এসব টেকনিক্যাল জিনিস খুব কম বুঝি বললেই চলে। যদিও আমিও অনেক আগেই সে ১৪ দিনের চ্যালেঞ্জ কমপ্লিট করেছিলাম। কিন্তু নোড টা আর রান করা হয়নি। আপনার পোষ্ট দেখেই মনে হচ্ছে আপনি এখানে বেশ সময় ব্যয় করেছেন এবং পোষ্ট লেখার জন্য ভালো রিসার্চ ও করেছেন। সত্যি বলতে লোকাল থ্রেড এ আমি এই ধরনের ডিসকাশন গুলোই প্রত্যাশা করি বেশি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা টিউটোরিয়াল লেখার জন্য। যদিও আমি এটা ট্রাই করি নাই। তবে আমি আশা করি আমাদের লোকালের কেউ না কেউ এটা দেখে রান করার ট্রাই করবে। আপনারা জানাবেন রান করতে পারলেন কি না।