কিছুদিন আগেই Caldera প্রোজেক্টটি তাদের নিজেস্ব ERA টোকেনটি launch করে এবং টোকেনটি ভালো ভালো এক্সচেঞ্জে লিস্ট হয়। এমনকি সকলের পছন্দের এক্সচেঞ্জ Binance এ লিস্ট হয় এবং Binance Alpha ব্যবহারকারিদেরকে ১৫০ ERA টোকেন এয়ারড্রপও দেয়। যারা ERA টোকেনের এয়ারড্রপ পেয়েছেন, তাদেরকে অভিনন্দন ও চাইলে কিছু টোকেন জমা রেখে দিতে পারেন।

Caldera প্রোজেক্টটির অনেক utility রয়েছে এবং এটির কম্পিটিটরের FDV এর সাথে তুলনা করে দেখা যায়, তাহলে ERA টোকেন এখনো ২ গুণ থেকে ৫ গুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উদাহরণ হিসাবে LayerZero প্রোজেক্টটিকে নিতে পারেন এবং সেটির বর্তমান ও সবসময়ের সর্বোচ্চ মূল্যের দিকে নজর দিয়েন।
বিঃদ্রঃ আমি এখনো সম্পূর্ণ বিশ্লেষণ শেষ করি নাই, তবে আপনারা বিশ্লেষণ করে এন্ট্রি নিতে পারেন।