Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 21/07/2025, 08:27:56 UTC


খুব মারাত্বক দুর্ঘটনা। আমি ঘুমিয়ে ছিলাম বিকট শব্দে ঘুম ভাঙ্গলো যদিও প্রশিক্ষণ বিমানগুলো এরকমই সাউন্ড করে ফ্লাই করে কারণ এগুলো নিচ দিয়ে চলাফেরা করে। তবে আজকে যে ঘটনা ঘটলো তা খুবই মর্মাহত। উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে F7BGI বিমানটি ক্রাশ করে। আর সময়টা ছিল কলেজ ছুটির সময়। তাই অনুমান করাই যায় যে এখানে হতাহতর পরিমাণ বেশি হবে। এখনো হতাহতর কমপ্লিট খবর পাওয়া যায়নি। আল্লাহ রক্ষা করুক বিমানে থাকা সবাইকে এবং কলেজের ছাত্রদের।