Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 21/07/2025, 09:21:53 UTC
ভাই আমি নিজেও কলেজের আশাপাশে ছিলাম!  Smiley হঠাৎ কি যেনো শব্দ হলো বোমা ফাটার মতো। বন্ধু দৌড় দিয়ে এসে বলে বিমান পড়ছে, ছাড়ে গিয়ে দেখি কালো ধোয়া, আকাশে হেলিকপ্টার উড়তেছে। কি একটা অবস্থা। হতাহতের সংখ্যা অনেক!
যারা দিয়াবাড়ির আশেপাশে থাকে তারা হয়তো বিষয়টা ভালোভাবে জানতে পারবে তবে এখন পর্যন্ত অনলাইনে যেটা জানাচ্ছে সেটা কোন সঠিক তথ্য দিচ্ছে না। এখন পর্যন্ত নিহত বা আহত সংখ্যা সঠিকভাবে জানা যাচ্ছে না। তবে আপনার কাছে তো মাইলস্টোন কলেজের আশেপাশে থাকেন তারা এখানে একটু আপডেট দিয়েন। এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেখানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অত্যধিক বেশি সেহেতু বাংলাদেশের যদি কোন একটা নির্জন জায়গাতেও বিমান দুর্ঘটনায় ঘটে থাকে বা বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে তাহলেও মানুষের সম্ভাবনা শতভাগ থাকবে। এটাতো একটি জনবহুল এলাকাতে ঘটেছে এমনকি মাইলস্টোন কলেজের হোস্টেলের ছাদে ভেঙ্গে পড়েছে এমনকি ছুটির সময় ভেঙ্গে পড়েছে। হয়তো নিহতের সংখ্যা অনেক ছাড়িয়ে দিতে পারে যদি কেউ আশেপাশে থাকেন একটু সঠিক তথ্য দিয়েন জানার ইচ্ছা রইলো।