হঠাৎ করেই অনলাইনে ঢুকে দেখি এমন একটি হৃদয় বিধায়ক ঘটনা যা সত্যি অনেক বেশি দুঃখজনক, কিছু বলার নেই আমাদের দেশের এমন পরিস্থিতি যে ট্রেনিং করার জন্য যেগুলো অনুপযোগী সেইগুলো দিয়ে ট্রেনিং করানো হয় আর ফলে এমন ঘটনা ঘটে। এই দুর্ঘটনাটি ঘটার কারণে কত মা-বাবার বুক খালি হলো শিশুদের জীবন দিতে হলো এবং যারা এখনো মৃত্যু শয্যায় ভুগছে তারা সারা জীবন হয়তোবা প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকবে তাদের জীবন এক নিমিষেই শেষ হয়ে গেল।
বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই নিম্ন অবস্থানে চলে গেছে যে তারা পুরনো প্লেন দিয়ে ট্রেনিং করায় যেখানে ভালো লেপ্ট্যান্ট গুলো তাদের জীবন বিসর্জন দিতে হয় ট্রেনিং করতে গিয়ে, আর কত এরকম অনুপযোগী বিমানগুলো দিয়ে ট্রেনিং করা থেকে বিরত থাকলেও পারতো তাছাড়া প্রতিটি খাতেই যেহেতু বাংলাদেশে অনেক বেশি অর্থ খরচ করে থাকে, কিন্তু তারা ট্রেনিং করানোর জন্য ভালো ফ্লাইট বিমান কিনছে না এটা কিসের জন্য করে তারা যদি তাদের এয়ার ডিফেন্সগুলো ভালো করতে পারে তাহলে তো আর মানুষের জীবন দিতে হয় না।
রাষ্ট্রদূত এর দায়বার নিবে যেখানে পাইলট সহ আরো কত কিশোর-কিশোরীদের জীবন দিতে হলো এই শিশুরা আর ফিরে আসবেনা, যারা চলে গিয়েছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে তাদের জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন
