Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: উইন্ডোজ এ লাইটনিং নেটওয়ার্ক এর LND নোড রান কর&#
by
Z_MBFM
on 21/07/2025, 13:13:56 UTC
⭐ Merited by Mahiyammahi (1)
Code:
"synced_to_chain":  true,
"synced_to_graph":  false,
আপনার এখানে synced_to_chain":  true হলেও synced_to_graph":  false আছে। এটা ফলস থাকলে এর মনে আপনার নোড Lightning Network এর সাথে sync হয়নি। আগে synced_to_chain :  ট্রু হলেই সেটাকে সাকসেসফুল নোড হিসেবে মেনে নিলেও NotATether এখন আর synced_to_graph ট্রু না হলে কোনো রিওয়ার্ড দিবে না। আমি synced_to_graph কে ট্রু করতে পারতেছি না আপনার কাছে এই বিষয়ের কোনো সমাধান আছে ?

As a reminder guys, if "synced_to_graph" in the LND says "false", then your LND node has not fully synced to the rest of the Lightning Network first. Please ensure this is done first. Connecting to LN peers (not creating channels) should help greatly with this.

আর একটি সমস্যা হচ্ছে যদি synced_to_graph : False থাকে তাহলে চ্যানেল ক্রিয়েট পেন্ডিং এ থাকবে সাকসেসফুলি চ্যানেল হবে না। synced_to_graph ট্রু করার জন্য কোনো সমাধান থাকলে একটু বলবেন।