
আচ্ছা একটা বিষয় জানার জন্য আমি পোস্ট করলাম মূলত এখানে ৪ ধরনের বিটকয়েনের এড্রেসের ধরন রয়েছে। তবে বিটকয়েন বিএনবি চেইনে ট্রান্সফার করার সবচেয়ে ফী কম। প্রায় বাংলা টাকা দুই টাকার একটু উপরে কিন্তু বিটকয়েন লাইটিং নেটওয়ার্ক এই নেটওয়ার্কের উত্তোলন করলে ফী কিছুটা কম প্রায় ১৪ টাকার মধ্যে দেখাচ্ছে। আমার প্রশ্ন হল আমি একটি Speed phase মানে 12 words ফেজ বিশিষ্ট একটি ওয়ালেট কিছু কিছু বিটকয়েন জমা করার সিদ্ধান্ত নিয়েছি। কেউ আমাকে সাজেস্ট করবেন কিভাবে আমি লাইটিং নেটওয়ার্ক ডাউনলোড করে আমার ফেজ দিয়ে ওয়ালেট লগইন করবো।
কোন ওয়ালেট লাইটিং নেটওয়ার্কের জন্য ভালো হবে?
এই লাইটিং বিষয় নিয়ে আমার কোন জ্ঞান নেই যার কারণে সম্পূর্ণ নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে হবে কিনা এটা নিয়েও একটু কেউ যদি সাজেস্ট করতেন তাহলে আমার জন্য উপকার হত।