কিছুদিন আগে আমি একটা পোকার ইভেন্ট হোস্ট করতে চেয়েছিলাম শুধুমাত্র আমাদের বাংলা লোকাল ফোরাম এর জন্য। অনেকে আগ্রহ প্রকাশ করেছিলেন অংশগ্রহন করার জন্য। এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, ফ্রি তে অংশগ্রহন করতে পারবেন কোনো Buy In লাগবে না। আমি সেই ইভেন্ট টি সম্প্রতি শুরু করতে চাচ্ছি।
সবাই আপনাদের সুবিধা মতো সময় জানাবেন একটা সেই হিসেবে ডেইট & টাইম টা ফিক্স করবো আমি।
Prize Pool থাকবে ৪৫$ এর আমাদের লোকাল ফোরাম এর Wonder Work ভাই কিছু স্পন্সর করতে চেয়েছেন।
ফোরাম এর মোটামুটি এক্টিভ মেম্বার আর যারা আগ্রহ প্রকাশ করেছিলেন তাদেরন মেনশন করছি, কেও বাদ পড়ে গেলে মেনশন করে দিবেন।
আসলে ভাই আপনি আমাকে যে অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে বলেছিলেন, আমি ডাউনলোড করেছি এবং গত কয়েকদিন ধরে ট্রাই করতেছি কিন্তু প্রত্যেকবার আমার ব্যালেন্স ০ হয়ে যায়, মাঝে মাঝে চেক দেই আবার ফোল্ড করি এই সব চলছে, আমি প্রো প্লেয়ার তো তাই আরকী,

এখনো কিছু বুঝতে পারছি না, আমি কখনো কোন ধরনের তাস খেলা খেলি নাই, তাই হয়তো বুঝতে অসুবিধা হইতাছে। হয়তো আমার শেখার জন্য আরও কিছু দিন সময় লাগবে। তবে আমি সময় বের করে শেখার চেষ্টা করতেছি, হয়তো এ রাউন্ডে না হয় পরবর্তী রাউন্ডে আপনাদের সাথে অংশ গ্রহন করতে পারতো।