Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 24/07/2025, 18:24:43 UTC
ভাই সত্যি বলতে আমি Poker সম্পর্কে কিছু বুঝি না। অনেক ক্যাসিনো গেম খেলছি কিন্তু পোকার কোনোদিন খেলিনাই। ফোরামে পোকার নিয়ে দেখি অনেক হাইপ অনেকে পোকার খেলে। ফোরামেও পোকার চলছে।

হ্যাঁ অন্যান্য লোকাল কমিউনিটিতেও পোকার চালানো হচ্ছে। আপনারাও চালাতে পারেন। আমি ইউটিউব দেখে পোকার খেলা শিখবো আপনাদের পোকার ইভেন্টে জয়েন করার জন্য।
আমারও আপনার মতনই অবস্থা পোকার এর নিয়ম কিছুটা অন্যান্য কার্ড গেমের তুলনায় ভিন্ন।  আর তাছাড়া কার্ড গেম গুলোর মধ্যে আমার স্কিল একেবারেই কম।

Mahiyammahi ভাইজান আপনি যদি এই খেলাটা সম্পূর্ণ রকম ভালোভাবে বুঝে থাকেন তাহলে একটু আমাদের দুই জনের সাথে যোগাযোগ কইরেন একদিন রাত্রে তিন জনে বসে টেস্ট করব নি, বসার জন্য আবার আপনার আমার কাছে আসতে হবে না মনে করেন একটা গেমস যেখানে ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায় সেইখানে এড করবেন এবং আমাদের ধইরা ধইরা গেমটা খেলা শিখাইলেন?