Prize Pool থাকবে ৪৫$ এর আমাদের লোকাল ফোরাম এর Wonder Work ভাই কিছু স্পন্সর করতে চেয়েছেন।
জি ভাই আছি সমস্যা নাই আপনি ইভেন্ট শুরু করেন। ইভেন্টে অংশগ্রহণকারীরা কিভাবে পোকার খেলবে এটা নিয়ম গুলো একটু এক্সপ্লেইন করে দিলেই হবে। এটার জন্য তো মনে হয় ব্যানার ডিজাইন করতে হবে একটু ইউনিক ভাবে চালালে ভালো হবে ভাই।