জুলাই মাসের এক্টিভিটি ২০২৫
এ মাসের জন্য স্পেশাল করে কিছু বলার নাই তবে জুন মাসের তুলনায় জুলাই মাসের পোস্ট একটিভিটি কিছুটা বেড়েছে এবং মেরিট অর্জন এর দিক থেকেও কিছুটা এগিয়ে রয়েছে। তবে আমি মনে করি এটাই এনাফ না আমাদের জন্য যদি আমরা লোকাল বোর্ড এর অ্যাপ্লিকেশনে এলিজিবল হতে চাই। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি ব্যস্ততার থাকে আমাদের বোর্ডে অবদান রাখার জন্য।
যাই হোক
Shishir99 ভাইকে অভিনন্দন আপনি বাংলা বোর্ডের অলটাইম হাই পোস্টারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন এবং অন্যদিকে
Z_MBFM ভাই কে অভিনন্দন আপনি টপ টেনে পদার্পণ করেছেন।
নিচে বিস্তারিত ডাটা গুলো চার্টের মাধ্যমে তুলে ধরা হলো।
জুলাই মাসের টোটাল পোস্ট হয়েছে = 132টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 57টি
জুন মাসের টোটাল পোস্ট হয়েছে = 120টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 39টিপ্রথম দশজন পোস্টদাতা
1. Crypto Library [18]
2. DYING_S0UL [17]
3. Mahiyammahi [17]
4. Bd officer [13]
5. Z_MBFM [10]
6. Nothingtodo [9]
7. Review Master [7]
8. LDL [6]
9. Shishir99 [6]
10. Wonder Work [5]
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ [⬆ ⬇ last postion change indicator]
1. God Of Thunder [569]
2. Crypto Library [550]
3. Little Mouse( MotoLM [6]) [527+6=533] 4. Bd officer [439]
5. DYING_S0UL [426]
6. LDL [252]
7. Review Master [331]
9. Shishir99 [203] ⬆
10. Z_MBFM [202] ⬆
11. roksana.hee [200]
⬇বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ২০২৪ সাল এর অ্যাক্টিভিটিজানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৫ফেব্রুয়ারি মাসের একটিভিটি ২০২৫মার্চ মাসের একটিভিটি ২০২৫এপ্রিল মাসের একটিভিটি ২০২৫মে মাসের অ্যাক্টিভিটি ২০২৫জুন মাসের একটিভিটি ২০২৫জুলাই মাসের এক্টিভিটি ২০২৫এনাদের ক্রেডিট না দিলেই নয়Ninjastic.Space ->
TryNinjaMerit Dashboard ->
DdmrDdmr
DT1 LOGS
জুলাই মাসের ডিটি1 মেম্বার হওয়ার জন্য যোগ্য ছিলেন-120 জন 100DT1 | |
এ মাসে নতুন যারা ডিটি1 হয়েছেন | যারা গত মাসে ডিটি1 ছিলেন |
________________________________ | ________________________________ |
1. theymos 2. HostFat 3. gmaxwell 4. joker_josue 5. wwzsocki 6. stompix 7. Buchi-88 8. BitcoinPenny 9. yahoo62278 10. bitbollo 11. LFC_Bitcoin 12. o_solo_miner 13. sandy-is-fine 14. LeGaulois 15. polymerbit 16. buwaytress 17. RaltcoinsB 18. mole0815 19. anonymousminer 20. The Cryptovator
| 1. mprep 2. Mitchell 3. jeremypwr 4. arulbero 5. JayJuanGee 6. NeuroticFish 7. irfan_pak10 8. TryNinja 9. Vispilio 10. CryptopreneurBrainboss 11. 3meek 12. TheBeardedBaby 13. DdmrDdmr 14. morvillz7z 15. Bthd 16. efialtis 17. NotATether 18. bullrun2024bro
|
source