বিষয়টা আমাদের জন্য খুবই হতাশার। তুমি যেমনটি বলেছ লোকালে ওইভাবে মেরিট ট্রানজেকশন করোনা আমি নিজেও আগে যেমন ভাবে দিতাম তার চাইতেও অনেক কমিয়ে দিয়েছি জাস্ট এইটার জন্য যে গ্লোবালে কিছু কিছু মেম্বার যে ড্রামা করে যার সাথে যার কানেকশন রয়েছে বা অপব্যবহার করেছে তাকেও ট্যাগ দেয় আবার যারা অপব্যবহার করে নাই তাদেরকেও ট্যাগ দেওয়া হয়।
আর বিষয়টা হতাশার কেন বললাম কারণ মেরিট মূলত ব্যবহারকারীদের অনুপ্রেরণা করে আরো ভালো পোস্ট করার জন্য সেখানে যদি ভালো পোস্ট করার পরেও বা টেকনিক্যাল কিছু শেয়ার করার পরেও ব্যবহারকারীরা মেরিট পায় না তখন তারা অন্যদিকে যেখানে ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে মেরিট রয়েছে সেই দিকেই বেশি ফোকাস করে। আর এর ফলে দেখতে পাবে কি আমাদের লোকাল কমিউনিটি এর অ্যাক্টিভিটি ধীরে ধীরে আরো কমে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে। আর এই বিষয়টা আমার নিকট আসলেই হতাশাজনক, পুরো একটা দেশ বা কমিউনিটি কিছু কিছু ড্রামাবাজ এবং সেইসাথে কিছু কিছু অপব্যবহারকারীর কারণে পিছিয়ে পড়ছে কারণ দোষ আমাদের কমিউনিটির কিছু লোকজনেরও রয়েছে কারণ এরা একাউন্ট তৈরি করে মাল্টিপল চালায় কিন্তু এদের হজম শক্তি সম্পর্কে এদের নিজেদেরই জানা নাই যে এইটা হজম করতে পারবে কিনা।

যাই হোক আমাদের বাংলাদেশ বোর্ড এর বিষয়টা অনেকটা এমন আমাদের লাভ-লস নাই আমাদের পুরা জীবনটাই লস


ঠিক বলেছেন একদম হাসবো নাকি কাদবো বুঝতেছি না। মেরিট প্রদান করার মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিলো যে আমার কোনো ইউজার এর কোনো উক্তি বা কার্রযকর্ম ভালো লেগেছে তাকে আমি মেরিট দিব। এখানে আবার এবিউস নিয়ে আসছে। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, যারা মেরিট সোর্স বা যারাই মেরিট প্রদান করে তারা অধিকাংশই নিজেদের লোকাল বোর্ড এ সবচাইতে বেশি মেরিট ট্রান্সেকশন করে। আর এটা খারাপ বিষয় না।
আমাদের Wonder Work ভাই দেখলাম নেগেটিভ ট্যাগ খেয়েছে। আসলে আমরা নিজেরাই বিষয় টা কে জটিল বানিয়ে ফেলেছি। এসব দেখলে গ্লোবাল এর কেও মনে করবে না কেনো যে আমরা ফোরাম এর এবিউজ করার জন্যই শুধু ব্যবহার করি। তবে আমি সবসময় ই চেষ্টা করি মেরিট পাওয়ার যোগ্য পোস্ট কে অবশ্যই মেরিট প্রদান করার এবং পারসোনাল কোনো উক্তি যদি ভালো লাগে তবেই আমি দেই। মনে হচ্ছে আমার পয়েন্ট অভ ভিও বদলাতে হবে, তা নাহলে কবে দেখব যে আমি নিজেই আসামি হয়ে গেছি

)