Post
Topic
Board Other languages/locations
Merits 5 from 1 user
সাতোশি নাকামোতো মূর্তি লুগানোতে নিখোঁজ।
by
Bd officer
on 06/08/2025, 16:40:10 UTC
⭐ Merited by Xal0lex (5)
সাতোশি নাকামোতো মূর্তি লুগানোতে নিখোঁজ হয়েছিলো, কিন্তু অবশেষে উদ্ধার করা হয়েছে

আপনারা কী এই বিষয়ে অবগত আছেন? সুইজারল্যান্ডের লুগানো শহরে বিটকয়েন প্রচারের জন্য বিটকয়েনের প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোতোর মুর্তি স্থাপন করা হয়েছিলো, এটি ২০২৪ সালের অক্টোবর মাসে স্থাপন করা হয়েছিলো। যাইহোক, গত শনিবার মূর্তিটি চুরি হওয়ার খবর জানা যায়, কে চুরি করেছিলো তা এখনো অজানা রয়েছে। এই মূর্তিট গত ১লা আগষ্ট  সুউজারল্যান্ডের জাতীয় দিবস উদযাপন করার সময় চুরি করা হয়েছিলো। যাইহোক, সুইজারল্যান্ডের লুগানো শহরের পৌর কর্মীরা মূর্তিটি উদ্ধার করেছেন, যা অজ্ঞাত ব্যক্তিরা সুইস শহরের লেকফ্রন্ট পার্ক পার্কো সিয়ানির ভিত্তি থেকে সরিয়ে নেওয়ার পর লুগানো লেকের তীরে ফেলে দেয়। তবে মুর্তিটি অক্ষত ভাবে উদ্ধার করা হয় নাই, মূর্তিটি টুকরো টুকরো অবস্থায় উদ্ধার করা হয়েছিলো।


আসলে যারা চুরি করেছিলেন তাদের উদেশ্য আর্থিক লাভের জন্য ছিলো না, তাদের উদেশ্য ছিলো মূর্তিটি ধ্বংস করে ফেলা, সাতোশিগ্যালারি মূর্তিটি পুনরুদ্ধারের জন্য 0.1 BTC দেওয়ার ঘোষণা করেছিলো, যার বর্তমান বাজার মুল্য ১১ হাজার মার্কিন ডলার। আসলে এই কাজটা হয়তো বিটকয়েনের বিরোধিতা করে এমন লোকেদের দ্বারা হয়েছে, এটি খুবই বোকামি কাজ করা হয়েছে, যারা এই কাজ করেছে হয়তো তাদের সনাক্ত করা সম্ভব হবে, তাই যদি তাদের সনাক্ত করা হয় তাহলে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। তথ্যগুলো এখান থেকে নেওয়া হয়েছে।