Post
Topic
Board Other languages/locations
Re: সাতোশি নাকামোতো মূর্তি লুগানোতে নিখোঁজ।
by
Bd officer
on 07/08/2025, 00:16:45 UTC
আমার আসলে সাতোশি নাকামতো মূর্তি তার আকার আকৃতি দেখার ইচ্ছা হচ্ছে যে  এটা আসলে দেখতে কেমন ছিল। যেখানে আমরা কেউ সাতোশি নাকামতো এর চেহারা বা আকৃতি কিছুই জানিনা সেখানে তাদের মূর্তিটা আসলে কেমন ছিল এটা আসলে দেখার বিষয়।
ভাই নিচের পিকচার টি দেখতে পারেন, এই মূর্তিটা একদিক থেকে বোঝা যায়, মুর্তিটির হাতে একটা লেপটপ রয়েছে এবং মূর্তির ফোকাস লেপটপের দিকে রাখা হয়েছে। এটা ঠিকই কেউ জানে না সাতোশি কোন দল না একক ব্যাক্তি, কিন্তু তারা অনুমান ভিত্তিক মূর্তি স্থাপন করেছে।

[পিকচার টুইটার থেকে নেওয়া হয়েছে]