Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Xtraordinarious
on 09/08/2025, 01:04:55 UTC
আলহামদুলিল্লাহ হিরো মেম্বার হয়েছি।
কনগ্রাচুলেশন আপনাকে। আপনার পজিশন আপ হয়েছে যেটা সত্যিই প্রশংসনীয় ব্যাপার। বাংলার লোকাল বোর্ডের মেম্বার খুবই অল্প দেখি আমি। অন্যান্য লোকাল বোর্ডের সদস্য সংখ্যা অনেক বেশি কিন্তু আমাদের এখানে একদম অল্প এই ১০-১২ জন মেম্বার একটি যেটা দেখতে পাচ্ছেন। যাই হোক আপনি পদমর্যাদা বৃদ্ধি পেয়েছে এটা বাংলা লোকাল এর জন্য সুন্দর একটা খবর। আপনার কঠোর পরিশ্রমকে ধরে রাখুন এবং সামনে আরো ভালো করবেন এই আশা রাখি।

আপনার এই জার্নিটা সুন্দর হোক এই দোয়া করি এবং আনন্দের সাথে আমাদের মাঝে অবস্থান করুন এবং আমরা যারা নতুন বুঝিনা জানিনা তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনা দিয়ে সাহায্য করবেন।